ওমরাহ করতে সৌদিতে অবস্থানরত আলোচিত টিকটকার প্রিন্স মামুন ওরফে আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। লায়লা আখতার ফরহাদকে বাসায় ঢুকে মারধরের মামলায় হাজির না হওয়ায় জামিন বাতিল করে তার বিরুদ্ধে এই পরোয়ানা জারি করা হয়েছে।
বৃহস্পতিবার (১ জানুয়ারি) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সেফাতুল্লাহ এ আদেশ দেন। সেই সঙ্গে মামলার সাক্ষ্যগ্রহণের জন্য আগামী ৫ মার্চ দিন ধার্য করা হয়েছে।
আলোচিত এ মামলায় এদিন অভিযোগ গঠনের শুনানির দিন ধার্য ছিল। তবে ওমরাহ পালনের কারণে প্রিন্স মামুন আদালতে উপস্থিত হতে পারেননি। এজন্য তার পক্ষে আইনজীবী আশিকুল ইসলাম সময়ের আবেদন করেন। অন্যদিকে মামলার বাদী লায়লা আখতার ফরহাদ আদালতে হাজির হয়ে তার জামিন বাতিলের আবেদন করেন।
পরে উভয় পক্ষের শুনানি শেষে আদালত প্রিন্স মামুনের জামিন বাতিল করে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ দেন। সেই সঙ্গে তার বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর নির্দেশ দেন বিচারক।
মামলার বিবরণ থেকে জানা যায়, সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের মাধ্যমে পরিচয় হয় টিকটকার প্রিন্স মামুন ও লায়লার। এই পরিচয়ের সূত্র ধরে গত ১০ মে ভোর সাড়ে ৫টার দিকে লায়লার ক্যান্টনমেন্ট ডিওএইচএসের বাসায় যান মামুন। পরে নিজের বিরুদ্ধে করা আগের মামলা ও জিডি তুলে নিতে লায়লাকে হুমকি দেন তিনি। ওই সময় মামলা তুলে নিতে অস্বীকৃতি জানালে মামুন ফেসবুক লাইভে গিয়ে লায়লা ও তার পরিবারকে গালিগালাজ করেন।
পরবর্তীতে লাইভ বন্ধ করে মামুন লায়লাকে মারধর করেন বলে মামলায় অভিযোগ আনা হয়েছে। এমনকি ছুরি দিয়ে তাকে হত্যার চেষ্টা করা হলে তা প্রতিহত করতে গিয়ে আহত হন লায়লা। একপর্যায়ে ঘটনার দিনই ক্যান্টনমেন্ট থানায় মামলা করেন ভুক্তভোগী লায়লা।