আগামী ২৩ জানুয়ারি বড়পর্দায় আসতে চলেছে রাজ চক্রবর্তীর বহু প্রতীক্ষিত সিনেমা ‘হোক কলরব’। এগারো বছর আগে ঠিক যে শব্দবন্ধের জেরে উত্তাল হয়েছিল রাজ্যের একাধিক শিক্ষাপ্রতিষ্ঠান, সেই স্লোগানকে হাতিয়ার করেই এবার ছাত্র রাজনীতির গল্প বুনেছেন পরিচালক।
যে সিনেমার টিজারের সংলাপ ঘিরে বর্তমানে বিতর্কের ঝড়! এক দৃশ্যে পুলিশের উর্দি গায়ে শাশ্বত চট্টোপাধ্যায়কে বলতে শোনা যায়, “নমস্কার, আমি ক্ষুদিরাম চাকী। না, আমি ঝুলি না, ঝোলাই!” আর সেই সংলাপেই আপত্তি তুলেছেন নেটমহলের একাংশ। এবার বিতর্কের পারদ চড়ার মাঝেই বৃহস্পতিবার সিনেমার পয়লা গান প্রকাশ্যে এনে ‘দামামা’ বাজালেন রাজ চক্রবর্তী।
‘দামামা’ আসলে ‘হোক কলরব’-এর একটি গানের নাম। ছাব্বিশ সালের পয়লা দিনে সে গানই প্রকাশ্যে এনেছেন পরিচালক। যেখানে একদল কলেজ পড়ুয়ার হুল্লোড়ের ছবি ফুটে উঠেছে। তবে উল্লেখ্য, ‘দামামা’ গানের ঝলকে রাজ যেন সেই গোড়ার দিনের ‘কানামাছি’র নস্ট্যালজিয়া উসকে দিলেন।
এমনকী এই গানের ঝলকের সঙ্গে ‘লে ছক্কা’, ‘চ্যালেঞ্জ’-এর মতো ছবির ‘ভাইব’ও পাওয়া গেল। কলেজ মানে কি শুধুই ব়্যাগিং, রাজনীতির জায়গা নাকি বন্ধুদের সঙ্গে হইহুল্লোড়ও? ‘দামামা’ গানের মাধ্যমেই সেই উত্তর দিলেন পরিচালক। যেখানে কলেজ পড়ুয়া অবতারে ওম সাহানি, জন ভট্টাচার্যদের দেখা গেল।
‘দামামা’ গানটি গেয়েছেন দেব অরিজিৎ। গানের কথা ও সুর বারিষ এবং ইশান মিত্রর। কোরিওগ্রাফ করেছেন শঙ্কর্য। প্রসঙ্গত, এই সিনেমার প্রযোজক শুভশ্রী গঙ্গোপাধ্যায়।
প্রথম দিন থেকেই রাজের ‘হোক কলরব’ নিয়ে দর্শকমহলের কৌতূহল তুঙ্গে। কারণ ‘কানামাছি’, ‘প্রলয়’-এর পর আবারও পলিটিক্যাল ড্রামার পরিচালনায় তিনি। আর তারকা বিধায়ক নিজে রাজনীতির অংশ হয়ে যখন রাজনৈতিক সিনেমা উপহার দিচ্ছেন, তখন সেই ছবি নিয়ে যে আলাদা কৌতূহল, উত্তেজনা থাকবে, তা বলাই বাহুল্য।
আইকে/টিএ