ছোটপর্দার পরিচিত মুখ জেসমিন রায়কে নিয়ে দর্শকের কৌতূহলের শেষ নেই, বিশেষ করে তাঁর ব্যক্তিগত জীবন ঘিরে। নানা সময়েই তাঁর প্রেমজীবন নিয়ে গুঞ্জন ছড়িয়েছে, কখনও সহকর্মী অভিনেতার নাম জড়িয়েছে, কখনও আবার নীরব থেকেছেন তিনি। তবে নতুন বছরের শুরুতেই সব জল্পনায় ইতি টানলেন জেসমিন নিজেই।
বছরের প্রথম দিনেই প্রেমিকের সঙ্গে একাধিক ছবি প্রকাশ করে নিজের সম্পর্কের কথা প্রকাশ্যে আনলেন অভিনেত্রী। সামাজিক মাধ্যমে ভাগ করে নেওয়া সেই ছবিতে নতুন বছরের পার্টি মুডে ধরা দিয়েছেন জেসমিন। কালো পোশাক, পরিপাটি সাজ ও হাসিমুখে প্রিয় মানুষের সঙ্গে সময় কাটানোর মুহূর্তে স্পষ্ট, নতুন সম্পর্কে দারুণ খুশি তিনি।
এর আগেও জেসমিনের প্রেম নিয়ে কম আলোচনা হয়নি। একসময় অভিনেতা গৌরব মণ্ডলের সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে স্টুডিওপাড়ায় সরগরম ছিল আলোচনা। সেই সম্পর্ক ভাঙার পর আবার ‘দ্বিতীয় বসন্ত’ ধারাবাহিকের সহঅভিনেতা রাজদীপ গুপ্তর সঙ্গে তাঁর নাম জড়ালেও দু’জনেই নিজেদের ভালো বন্ধু বলে দাবি করেছিলেন। এসব গুঞ্জনের মাঝেও নিজের ব্যক্তিগত জীবন নিয়ে মুখে কুলুপ এঁটেই ছিলেন জেসমিন।
তবে জানা যাচ্ছে, এই নতুন প্রেমের শুরু গত বছরেই। প্রথমে বন্ধুত্ব, তারপর ধীরে ধীরে সম্পর্ক গভীর হয়। এর আগে কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে তৈরি কিছু ছবি ভাগ করে ইঙ্গিত দিলেও সরাসরি কিছু বলেননি অভিনেত্রী। নতুন বছরের প্রথম দিন আদুরে ছবির মাধ্যমে সেই সম্পর্কেই সিলমোহর দিলেন তিনি।
যদিও এখনও প্রেমিকের নাম প্রকাশ্যে আনেননি জেসমিন। ঘনিষ্ঠ মহলের কথায়, আপাতত একে অপরকে আরও ভালো করে জানার সময় নিচ্ছেন তাঁরা। ভবিষ্যতে বিয়ের পরিকল্পনাও নাকি রয়েছে, তবে তার আগে সম্পর্ককে সময় দিতে চান অভিনেত্রী। নতুন বছরের শুরুতেই জেসমিনের এই খুশির খবর অনুরাগীদের মধ্যেও বাড়তি উচ্ছ্বাস তৈরি করেছে।
আরপি/টিএ