ভারতীয় সমর্থকদের ক্ষোভের কারণে আইপিএল থেকে মুস্তাফিজুর রহমানকে বাদ দিয়েছে কলকাতা নাইট রাইডার্স। আজ শনিবার এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে দলটি। এমন সিদ্ধান্তের সমালোচনা করেছেন জাতীয় দলের সাবেক ও ক্রিকেটার ও নোয়াখালী এক্সপ্রেসের কোচ খালেদ মাহমুদ সুজন।
সুজন বলেন, ‘সরকার থেকে কথা (মুস্তাফিজ ইস্যুতে) বলা যেতে পারে। বিসিবির কিছুই করার নেই। এটা তো সরকারিভাবেই হয়েছে। যদিও বিসিসিআই থেকে হয়তবা ঘোষণাটা এসেছে। কিন্তু দেশ যদি নিরাপত্তা না দিতে পারে বিসিসিআই কীভাবে নিরাপত্তা দেবে? সেক্ষেত্রে আমার মনে হয় বিসিবির থেকে (চেয়ে) সরকারেরই কথা বলা উচিত।’
‘বাংলাদেশ দল যে বিশ্বকাপ খেলতে যাচ্ছে সেখানে তাদের আসলে কী দায়িত্ব...নিশ্চয়তা আছে কিনা, তাদের কী নিরাপত্তা দিতে পারবে তারা? এই ধরনের যদি বিশৃঙ্খল ঘটনা ঘটে যায় সেক্ষেত্রে ক্ষতিটা তো আমাদের দেশেরই হবে। এটাতে অবশ্যই বিসিবি হোক এবং দেশের সরকারেরও আমার মনে হয় আইসিসিকে একটা চিঠি দেয়া উচিত।’
সুজন মনে করেন, বাংলাদেশের ম্যাচগুলো ভারত থেকে সরিয়ে নেয়া গেলে ভালো সমাধান হতে পারে, ‘আমার মনে হয় আমাদের সবগুলো ম্যাচ যদি অন্য ভেন্যুতে করা যায় ভারত ছেড়ে (বাইরে) সেক্ষেত্রে হয়তবা সেটা একটা ভালো সমাধান হতে পারে।’
আরআই/টিকে