মাদুরোর বিরুদ্ধে মাদক কার্টেল সংশ্লিষ্টতার অভিযোগ তুলে নিল যুক্তরাষ্ট্র

মার্কিন বিচার বিভাগ এতদিন ধরে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর বিরুদ্ধে যে অভিযোগ করে আসছিল, ভেনেজুয়েলায় মার্কিন অভিযান ও মাদুরোর আটকের পর অনেকটা নীরবে সেই অভিযোগ থেকে সরে এসেছে।

নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদন মতে, মাদুরো ‘কার্টেল দে লস সোলস’ নামে একটি মাদক পাচার গোষ্ঠী চালান বলে প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প প্রশাসনের যে দাবি, বাস্তবে এমন সংগঠনের কোনো অস্তিত্বই নেই। গত বছরের জানুয়ারি দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পরই ট্রাম্প প্রশাসন মাদুরোকে ক্ষমতাচ্যুত করার ভিত্তি তৈরির লক্ষ্যে এই দাবিটি প্রচার করে।

কার্টেল দে লস সোলস যে একটি বাস্তব সংগঠন ছিল এমন ধারণাই বাতিল করেছেন মার্কিন প্রসিকিউটররা। নিউইয়র্ক টাইমসের প্রতিবেদন অনুসারে, কার্টেল দে লস সোলস প্রত্যয়টি আসলে ‘দুর্নীতির সংস্কৃতি’ এবং মাদকের অর্থে পরিচালিত একটি ‘পৃষ্ঠপোষকতা ব্যবস্থার’ ইঙ্গিত দেয়। তবে তারা মাদুরোর বিরুদ্ধে মাদক পাচারের পরিকল্পনায় অংশ নেয়ার অভিযোগ অব্যাহত রেখেছে।

২০২০ সালের গ্র্যান্ড জুরির অভিযোগের নথিতে কার্টেল দে লস সোলসকে মাদুরোর নেতৃত্বে পরিচালিত একটি ‘সংগঠিত অপরাধী গোষ্ঠী’ হিসেবে চিত্রিত করা হয় এবং বলা হয়, গোষ্ঠীটি বৃহৎ আকারে কোকেন পাচারে জড়িত।

এই দাবিটি কারাকাসের বিরুদ্ধে ওয়াশিংটনের সর্বোচ্চ চাপ দেয়ার নীতির একটি মূল স্তম্ভ হয়ে ওঠে এবং একের পর এক নিষেধাজ্ঞা এবং দেশটির ভূখণ্ডে সামরিক অভিযান চালানোর ন্যায্যতা তৈরির জন্য বারবার উদ্ধৃত করা হয়।

গত বছরের (২০২৫) জুলাই মাসে মার্কিন ট্রেজারি বিভাগ তথাকথিত কার্টেল দেল লস সোলকে একটি সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করে। এই পদক্ষেপটি পরে পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং সাবেক জাতীয় নিরাপত্তা উপদেষ্টা রবার্ট সি. ও’ব্রায়েনও সমর্থন করেন।

যুক্তরাষ্ট্রের অভিযোগ, মাদুরো ভেনেজুয়েলায় একটি মাদক সাম্রাজ্য গড়ে তুলেছেন। সেখানে মাদক উৎপাদন করে সেগুলো যুক্তরাষ্ট্রে পাঠানো হয়। এই অভিযোগে ২০২০ সালে মাদুরোর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। সেই সঙ্গে তাকে গ্রেফতার বা আটকে সহায়তার জন্য ৫ কোটি ডলার পুরস্কার ঘোষণা করা হয়।

তবে লাতিন আমেরিকার অপরাধ ও মাদকদ্রব্য বিশেষজ্ঞরা ট্রাম্প প্রশাসনের এই অভিযোগ বা দাবি উড়িয়ে দেন। তারা দীর্ঘদিন ধরে বলে আসছেন যে, কার্টেল দে লস সোলস বাস্তব কোনো সংস্থা নয়। এটা মূলত ১৯৯০-এর দশকে ভেনেজুয়েলার গণমাধ্যমে ব্যক্তিগত সামরিক কর্মকর্তাদের মধ্যে দুর্নীতি বর্ণনা করার জন্য তৈরি একটি অপবাদমূলক শব্দ, কোনো মাদক পাচার গোষ্ঠী নয়।

ভেনেজুয়েলায় সামরিক আগ্রাসন এবং দেশটির প্রেসিডেন্ট মাদুরোকে অপহরণের পর প্রকাশিত সংশোধিত অভিযোগপত্রে এখন এই পার্থক্য প্রতিফলিত হয়েছে। যদিও এতে এখনও তাকে ‘মাদক পাচারের ষড়যন্ত্রে’ অংশ নেয়ার অভিযোগে অভিযুক্ত করা হয়েছে, তবে কার্টেল দে লস সোলসকে একটি প্রকৃত কার্টেল বা মাদক পাচার গোষ্ঠী হিসেবে বিদ্যমান থাকার দাবি বাতিল করে দেয়া হয়েছে।

গত শনিবার (৩ জানুয়ারি) ভেনেজুয়েলায় সামরিক অভিযান চালায় মার্কিন বাহিনী। ভেনেজুয়েলার উপকূলে কয়েক মাসের সামরিক উপস্থিতি এবং মাদক পাচারের অভিযোগে নৌকায় একের পর এক হামলা করে ১১৫ জন হত্যার এই আগ্রাসন চালানো হয়।

এদিন কারাকাসে তাদের বাসভবন থেকে মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে অপহরণ করা হয়। এরপর তাদেরকে ভেনেজুয়েলা থেকে হেলিকপ্টারে করে ৩ হাজার ৪০০ কিলোমিটার দূরে নিউইয়র্ক সিটিতে নিয়ে যাওয়া হয়।

মার্কিন অ্যাটর্নি জেনারেল পাম বন্ডির দেয়া তথ্য মতে, মাদুরো এবং তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসের বিরুদ্ধে নিউইয়র্কের সাউদার্ন ডিস্ট্রিক্ট আদালতে ‘মাদক-সন্ত্রাস’সহ একাধিক অভিযোগ আনা হয়েছে। মাদুরোকে ব্রুকলিনের একটি কুখ্যাত কারাগারে রাখা হয়েছে। সেখানে ‘মাদক সন্ত্রাস’র অভিযোগে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। গত সোমবার তাকে আদালতে হাজির করা হয়।

এমআই/এসএন

Share this news on:

সর্বশেষ

১০ মিনিটে গোটা বিশ্বের সারাদিনের সর্বশেষ আলোচিত সব খবর Jan 09, 2026
৫০০ শতাংশ শুল্ক আরোপে ট্রাম্পের সম্মতি Jan 09, 2026
বিড়ালদের জন্য শেল্টারবক্স দিলো ডাকসু Jan 09, 2026
দ্য ব্লাফ-এ একেবারে নতুন লুক Jan 09, 2026
বাস্তব অভিজ্ঞতা নিয়ে সিনেমায় হাস্যরস Jan 09, 2026
বার্সেলোনা থেকে ইন্টার মায়ামি, মেসির ভাষার পছন্দের রহস্য Jan 09, 2026
নিগার সুলতানার নেতৃত্বে নারী বিশ্বকাপ বাছাই খেলবে বাংলাদেশ Jan 09, 2026
আইপিএল থেকে মুস্তাফিজকে সরিয়ে দেওয়া খুবই দুঃখজনক : তামিম Jan 09, 2026
img
শুটিং শুরুর অপেক্ষায় মিমের নতুন সিনেমা Jan 09, 2026
img
নতুন রূপে ফিরছেন সামান্থা Jan 09, 2026
img
ইরানে ইন্টারনেটের পর মোবাইল সেবাও বন্ধের পথে Jan 09, 2026
img
প্রাথমিকের শিক্ষক নিয়োগ স্থগিত চেয়ে আইনি নোটিশ Jan 09, 2026
img
ঢাকা ক্যাপিটালসের প্রধান নির্বাহীর ফোন জব্দ Jan 09, 2026
img
১৯৩৫ সালে জন্ম নেওয়া কিংবদন্তি এলভিস প্রিসলির জন্মদিন Jan 09, 2026
img
ইরানে সরকারি টিভি চ্যানেল সংশ্লিষ্ট ভবনে অগ্নিকাণ্ড Jan 09, 2026
img
ইংরেজিতে কথা বলতে আমার অদ্ভুত লাগে: মেসি Jan 09, 2026
img

বিবিসি ফার্সির সম্পাদকের মত

ইরান এখন দুর্বল, বিক্ষোভ ও যুক্তরাষ্ট্রের হুমকিতে হয়ে গেছে নড়েবড়ে Jan 09, 2026
img

হুমকি ডোনাল্ড ট্রাম্পের

বিক্ষোভকারীদের হত্যা করলে ইরানে ‘শক্তিশালী হামলা’ চালানো হবে Jan 09, 2026
img
গোল পেলেন রোনালদো, তবু হারল আল নাসর Jan 09, 2026
img
ইরানের রাস্তায় বিক্ষোভে নেমেছে হাজার হাজার মানুষ Jan 09, 2026