বিপিএল ২০২৬

আজ চট্টগ্রামের বিপক্ষে মাঠে নামছে সিলেট

আগের দেখায় চট্টগ্রাম রয়্যালসের বিপক্ষে কোনো পাত্তাই পায়নি সিলেট টাইটান্স। হেরেছিল বড় ব্যবধানে। তবে এবার সবাই জয়ের মানসিকতা নিয়েই মাঠে নামবে বলে জানিয়েছেন ব্যাটিং কোচ ইমরুল কায়েস।

সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে বুধবার (৭ জানুয়ারি) বিপিএলে দিনের দ্বিতীয় ম্যাচটি শুরু হবে সন্ধ্যা ৬টায়।

মাঝপথে এখন বিপিএল। এর মধ্যে জমে উঠেছে পয়েন্ট টেবিলের লড়াই। শিরোপার প্রত্যাশায় জাতীয় দলের বেশ কয়েকজন তারকা ক্রিকেটারদের দলে ভিড়িয়ে, সমর্থকদের প্রত্যাশা পুরোপুরি পূরণ করতে পারছে না সিলেট টাইটান্স। ৬ ম্যাচে ৩ জয়ে টেবিলের তৃতীয় অবস্থানে চায়ের শহরের দলটি।

বিরতির দিনে মাঠে ঘাম ঝরিয়েছেন টাইটান্সের ক্রিকেটাররা। চট্টগ্রামের বিপক্ষে মাঠে নামার আগে বোলিং ব্যাটিংয়ে শান দিয়েছেন তারা। অস্ট্রেলিয়ায় ব্যাটিং নিয়ে কাজ করে এসে অনুশীলনে যোগ দিয়েছেন ব্যাটিং কোচ ইমরুল কায়েস। এক আসরের ব্যবধানে ভিন্ন দায়িত্ব নিয়েছেন তিনি। মূলত ক্রিকেটার হিসেবে নিজের নামের সুবিচার করতে না পারায় এমন সিদ্ধান্ত নিয়েছেন ইমরুল।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘গত বছর যেভাবে বিপিএল খেলেছি, তাতে মনে হয়েছে খেলার চেয়ে ভিন্ন ভূমিকায় যাওয়া উচিত। এজন্য আমি সরে গিয়েছি। ওই জায়গায় আরেকটা ছেলে সুযোগ পেয়েছে। এ বছর আমি খেললে হয়তো এক, দুই বা তিনটা ম্যাচ খেলতে পারতাম। ভালো খেললে হয়তো টানা খেলতে পারতাম। কিন্তু আমার কাছে মনে হয়েছে ওটা আমার জন্য মানানসই না। এজন্য আমার সিদ্ধান্তটা নেয়া।’



জয় দিয়ে টুর্নামেন্ট শুরু করলেও, মাঝে ছন্দ হারায় সিলেট। রংপুর ও চট্টগ্রামের বিপক্ষে হারার পর, নোয়াখালীর বিপক্ষে ঘুরে দাঁড়ায় মেহেদী মিরাজের দল। পারভেজ ইমন আছেন সর্বোচ্চ রান সংগ্রাহকের দৌড়ে। তবে বিদেশি ক্রিকেটারদের নিয়ে কিছুটা অস্বস্তিতে টাইটান্স। ব্যক্তিগত ও অনাপত্তি না পাওয়ার কারণে বেশ কয়েকজনকেই পাচ্ছে না দলটি। তবে চট্টগ্রামের বিপক্ষে নিজেদের দ্বিতীয় ম্যাচটি প্রতিশোধের মিশন। লক্ষ্য ধারাবাহিক ম্যাচ জয়ের।

সিলেটের ব্যাটিং কোচ বলেন, ‘মানসিকভাবে সবাই জয় তুলে নিতে প্রস্তুত। আমরা হতাশ হয়ে যাইনি। ৬ ম্যাচে ৩টি জিতেছি, ৩টি হেরেছি। আমরা আশাবাদী, বাকি খেলাগুলোতে ভালো খেলতে পারব।’

এদিকে সিলেটের চেয়ে এক ম্যাচ কম খেলেও, সমান পয়েন্ট নিয়ে টেবিলের দুইয়ে চট্টগ্রাম রয়্যালস। রংপুর রাইডার্সের বিপক্ষে শেষ ম্যাচ হারলেও, আশা হারাচ্ছে না বন্দর নগরীর দলটা।

যদিও ব্যাটিংয়ের দুর্দশা ভোগাচ্ছে দলটাকে। তবে বল হাতে আলো কাড়ছেন বোলাররা। দেশীয় বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেট এখন শরিফুল ইসলামের। শীর্ষস্থান দখলে নিতে সিলেটের বিপক্ষে ম্যাচটা বাড়তি গুরুত্ব দিচ্ছে চট্টগ্রাম। এ ম্যাচ জয়ে সর্বোচ্চ চেষ্টা চালাবে শেখ মেহেদীর দল।

টিজে/এসএন 


Share this news on:

সর্বশেষ

img
জেনে নিন প্রতিদিন একটি করে আপেল খাওয়ার উপকারিতা Jan 08, 2026
img
যুক্তরাষ্ট্রের নির্দেশনায় চলবে ভেনেজুয়েলা, দেশটির তেলও বিক্রি করবে তারা Jan 08, 2026
img

জকসুতে বড় জয়

মসজিদে শিবিরের শুকরিয়ার নামাজ, মোনাজাতে কান্নায় ভেঙে পড়লেন নেতাকর্মীরা Jan 08, 2026
img
আসিফ মাহমুদের মিথ্যাচারের প্রতিবাদে মুরাদনগরে ঝাড়ু মিছিল Jan 08, 2026
img
বরিশালে বহিষ্কৃত ৩ নেতাকে দলে ফেরাল বিএনপি Jan 08, 2026
img
এসএ টোয়েন্টিতে প্রথম হ্যাটট্রিকের রেকর্ড গড়ল এনগিডি Jan 08, 2026
img
নওগাঁয় বিএনপি প্রার্থীকে শোকজ Jan 08, 2026
নিজের আয় ও সম্পদ নিয়ে যে ব্যাখ্যা দিলেন নাহিদ ইসলাম Jan 08, 2026
যুক্তরাষ্ট্রের হুমকিকে হালকা ভাবে নেওয়ার সুযোগ নেই মেক্সিকোকে স্টেফানি ব্রিউয়ার Jan 08, 2026
ভারতীয় পর্যটকদের জন্য ভিসা স্থগিত করল বাংলাদেশে Jan 08, 2026
ভেনেজুয়েলা ইস্যুর পর কি তাইওয়ান দখলে উদ্বুদ্ধ হবে চীন? Jan 08, 2026
img
জকসুর একমাত্র হল সংসদে ছাত্রীসংস্থার জয় Jan 08, 2026
ভাসানীর কবর জিয়ারত দিয়ে ঢাকার বাইরে সফর শুরু তারেক রহমানের Jan 08, 2026
থ্রিলার ও নারীকেন্দ্রিক গল্পে ঈদে ডাবল হিট সিনেমা Jan 08, 2026
পডকাস্টের ভুল মন্তব্যের পর ফেসবুকে ক্ষমা চাইলেন জোভান Jan 08, 2026
বন্ধুত্বের ছায়ায় কেটে গেল অক্ষয়ের সুযোগ Jan 08, 2026
পরিবার ও অর্জনের জন্য কৃতজ্ঞ ‘দেশি গার্ল’ Jan 08, 2026
নব্বইয়ের দশকের গ্যাংস্টার শাকিবের রূপ Jan 08, 2026
img
শরীয়তপুর-চাঁদপুর নৌরুটে ফেরি চলাচল বন্ধ ঘোষণা Jan 08, 2026
img
নতুন বছরে ৫ ঐতিহাসিক মাইলফলকের সামনে রুট Jan 08, 2026