মুস্তাফিজুর রহমান ইস্যুতে উত্তাল দেশের ক্রীড়াঙ্গন। আইপিএল থেকে টাইগার পেসারকে বাদ দেওয়াকে কেন্দ্র করে পাল্টা বেশ কয়েকটি পদক্ষেপ নিয়েছে বাংলাদেশ। ভারতের মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলবে না বলে আইসিসিকে সরাসরি জানিয়েছিল বিসিবি।
গতকাল রাতে সেই চিঠির জবাব দিয়েছে আইসিসি। যেখানে টুর্নামেন্টে বাংলাদেশ দলের পূর্ণ ও নির্বিঘ্ন অংশগ্রহণ নিশ্চিত করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে আইসিসি।
একই সঙ্গে বিসিবির উত্থাপিত উদ্বেগগুলো সমাধানে ঘনিষ্ঠভাবে কাজ করতে আগ্রহ প্রকাশ করেছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। এদিকে, আজ (বুধবার) বিকেল ৪ টায় যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুলের সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছেন বিসিবি কর্তাব্যক্তিরা।
ক্রীড়া উপদেষ্টার সঙ্গে বৈঠকে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল এবং বোর্ডের আরও ১৪ পরিচালক উপস্থিত থাকবেন বলে নিশ্চিত হয়েছে দেশের একটি গণমাধ্যম। অন্যান্যরা যুক্ত হতে পারেন জুম মিটিংয়ে।
আজকের সভা অনুষ্ঠিত হবে ক্রীড়া উপদেষ্টার অফিসে। এজেন্ডা টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়েই হতে যাচ্ছে। মিটিং শেষেই হয়তো জানা যাবে আরও বিস্তারিত।
আরআই/ এসএন