ছোটপর্দার ব্যস্ত শুটিংয়ের ফাঁকেও নিজেদের পড়াশোনাকে প্রাধান্য দিচ্ছে দুই তরুণী নায়িকা কুসুম ও লাজবন্তী। পর্দায় তাদের অভিনয় ইতিমধ্যেই দর্শকের মন জয় করেছে, আবার বাস্তবে তারা দু’জনেই দশম শ্রেণির ছাত্রী। তনিষ্কা তিওয়ারি অর্থাৎ কুসুম এবং সাইনা চট্টোপাধ্যায় অর্থাৎ লাজবন্তী, দু’জনেই ধারাবাহিকে মুখ্য চরিত্রে অভিনয় করছেন।
১৪ ঘণ্টার শুটিং সেশনেও তারা শটের ফাঁকগুলোতে বই খুলে পড়ছেন। তনিষ্কার কথায়, “বই নিয়েই শুটিংয়ে আসি। শুটিং শেষ হলে অনলাইন ক্লাস করি। বন্ধুরা সাহায্য করছে, স্কুলের শিক্ষকরা সময়মতো নোট দিচ্ছেন। চেষ্টা করছি সময় নষ্ট না করার। শুটিংয়ের সবাই পাশে রয়েছেন।”
অন্য দিকে সাইনার জন্য ‘কনে দেখা আলো’ ধারাবাহিকের প্রযোজনা সংস্থা বিশেষ ব্যাঙ্কিং করে রেখেছে। যাতে পরীক্ষার সময় ছুটি নিয়ে পড়াশোনা করলেও শুটিংয়ে কোনো সমস্যা না হয়। মা সংযুক্তা চট্টোপাধ্যায় জানিয়েছেন, “শুটিংয়ের কলটাইমও দেরিতে দেওয়া হচ্ছে, যাতে সকালটা পড়াশোনার জন্য ব্যবহার করতে পারে।”
ফেব্রুয়ারির প্রথম সপ্তাহ থেকে শুরু হবে দশম শ্রেণির পরীক্ষা। এই প্রস্তুতির জন্য দু’জনেই সময়মতো ছুটি নিয়ে এবং শুটিংয়ের ফাঁকগুলো ব্যবহার করে নিজেদের পড়াশোনা চালিয়ে যাচ্ছেন। ছোটপর্দার এই নায়িকারা প্রমাণ করছেন, ব্যস্ততার মাঝেও যদি পরিকল্পনা থাকে, শিক্ষার প্রতি যত্ন রাখা সম্ভব।
এমকে/টিএ