আইপিএল থেকে শেষ মুহূর্তে বাদ পড়ার ঘটনায় আলোচনার কেন্দ্রে বাংলাদেশি পেসার মোস্তাফিজুর রহমান। আসন্ন আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলার কথা থাকলেও বিসিসিআইয়ের নির্দেশে তাকে স্কোয়াড থেকে বাদ দেওয়া হয়। নিরাপত্তাজনিত কারণ দেখানো হলেও বিষয়টি বাংলাদেশ-ভারত ক্রিকেট সম্পর্কেও উত্তাপ ছড়ায়, যা গড়ায় সরকারি পর্যায় পর্যন্ত।
তবে মাঠের বাইরের এই বিতর্ক মোস্তাফিজের পারফরম্যান্সে কোনো প্রভাব ফেলেনি। চলমান বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) রংপুর রাইডার্সের হয়ে দুর্দান্ত ছন্দে আছেন তিনি। নতুন বল থেকে ডেথ ওভার—সব পর্যায়েই কার্যকর বোলিং করে নিয়মিত উইকেট তুলে নিচ্ছেন এই বাঁহাতি পেসার, যা রংপুরের শক্ত অবস্থান ধরে রাখতে বড় ভূমিকা রাখছে।
এমন ব্যস্ততার মধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে একটি রহস্যময় পোস্ট দিয়েছেন মোস্তাফিজ। হোটেলের ছাদে তোলা একটি ছবি শেয়ার করে তিনি লেখেন, ‘প্রাকৃতিক সৌন্দর্য্য উপভোগ করছি।’
ছোট্ট এই বার্তা ঘিরে ভক্তদের মধ্যে শুরু হয়েছে নানা আলোচনা। অনেকের ধারণা, চাপের পরিস্থিতিতেও নিজেকে শান্ত রাখার বার্তাই দিতে চেয়েছেন তিনি।
এর আগের রাতেও আরেক পোস্টে মোস্তাফিজ লিখেছিলেন, ‘চোখ মাঠে, মন জয়ের দিকে।’ যা ইঙ্গিত দেয়—সব বিতর্কের জবাব তিনি দিতে চান মাঠের পারফরম্যান্স দিয়েই।
এদিকে রংপুর রাইডার্সের পরবর্তী ম্যাচ ৯ জানুয়ারির আগে না থাকায় আপাতত বিরতিতে আছেন দলের ক্রিকেটাররা।
এসকে/টিএ