বিপিএলে দিনের দ্বিতীয় ম্যাচে রান হয়েছে বেশ। হাইস্কোরিং ম্যাচে সিলেট টাইটান্সের বিপক্ষে ১৪ রানের জয় পেয়েছে চট্টগ্রাম রয়্যালস। এই জয়ের সুবাদে ৪ জয়ে ৮ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে ফিরেছে চট্টগ্রাম।
ম্যাচে আগে ব্যাট করতে নেমে ১৯৮ রানের সংগ্রহ দাঁড় করিয়েছিল চট্টগ্রাম। ৩৮ বলে ৪৯ রানের ইনিংস খেলেন ওপেনার অ্যাডাম রসিংটন। সাথে ২১ বলে ৪৪ রানের টর্নেডো ইনিংস আসে মাহমুদুল হাসান জয়ের ব্যাট থেকে। শেষ দিকে ঝড় তোলেন শেখ মেহেদী হাসান। ১৩ বলে ৩৩ রানের হার না মানা ইনিংসে দলের রান ২০০ এর কাছাকাছি নিয়ে যান অধিনায়ক মেহেদী।
জবাব দিতে নেমে শুরু থেকে চেষ্টা চালিয়ে গেছে সিলেট। আফিফ হোসেন ধ্রুবর ৩৩ বলে ৪৬ রানের ইনিংসে জয়ের কাজ অনেকটা এগিয়েও রেখেছিল। তবে বাকিরা ইনিংস লম্বা করতে না পারায় নিয়মিত বিরতিতে একের পর এক উইকেট হারায় সিলেট। শেষ দিকে খালেদ আহমেদের ৯ বলে ২৫ রানের ক্যামিও হারের ব্যবধানই কমিয়েছে শুধু।
ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে আফসোস করেছেন আফিফ হোসেন ধ্রুব। আফিফ বলেন, ‘শুরুটা মোটামুটি হয়েছে। উইকেটও পড়ে গিয়েছিল। সেখান থেকে কাভার আপ করার চেষ্টা করায়, খেলায় ছিলাম যতক্ষণ ব্যাট করছিলাম। আমি আউট হওয়ার পরে মনে হয় মোমেন্টাম আরেক দিকে চলে গিয়েছে। হ্যাঁ পজিটিভ ম্যাচআপ ছিল (তানভীর ইসলামের সাথে) অবশ্যই আমার জন্য সহজ হত। আমি শেষ করতে পারিনি, এটার দায় আমারই।’
ইনিংস বড় না করতে পারা নিয়ে আফিফ বলেন, ‘এর আগে ৫-৬ নম্বরে ব্যাট করেছি। সেখানে আমার মনে হয় না ৭০-৮০ রান করে করা সম্ভব। আমি চেষ্টা করেছি ব্যাট করার যত সময় পাই। (টপ অর্ডারে খেললে) আমার জন্য সহজ হয়। পাওয়ারপ্লে পেলে খেলা গোছাতে একটু সহজ হয়।’
৩ জয়ে ৬ পয়েন্ট তুলে টেবিলের ৩য় স্থানে রয়েছে সিলেট টাইটান্স।
এসকে/এসএন