ডিজনি তাদের জনপ্রিয় অ্যানিমেটেড সিনেমা Tangled (২০১০)-এর লাইভ-অ্যাকশন রিমেকে প্রধান দুই চরিত্রে কাস্টিং চূড়ান্ত করেছে। র্যাপুনজেল চরিত্রে অভিনয় করবেন Titans খ্যাত অস্ট্রেলিয়ান অভিনেত্রী টিয়াগান ক্রফট এবং ফ্লাইয়ন রাইডার হিসেবে দেখা যাবে ডিজনি’র Zombies সিরিজে পরিচিত মিলো ম্যানহেইমকে।
লাইভ-অ্যাকশনটি পরিচালনা করবেন মাইকেল গ্রেসি। মূল অ্যানিমেটেড গল্পের রোমাঞ্চ, গান ও আবেগ বজায় রেখেই নতুন রূপে উপস্থাপন করা হবে সিনেমাটি। এখনো সিনেমা মুক্তির নির্দিষ্ট তারিখ ঘোষণা করা হয়নি।
এমকে/টিএ