বিদায়ী ইনিংসটা রাঙাতে পারলেন না উসমান খাজা। ইংলিশ পেসার জস টাঙের বলে বোল্ড হয়ে যখন ফিরেছেন, তখন খাজার নামের পাশে ৭ বলে ৬ রান। যে সিডনি ক্রিকেট গ্রাউন্ডে (এসসিজি) খাজার ক্যারিয়ার শুরু হয়েছিল, সেখানে শেষটা রঙিন হলো না। তবে বিদায়ী ম্যাচের উপহার ঠিকই তাঁকে দিয়েছে অস্ট্রেলিয়া। এসসিজিতে আজ শেষ হওয়া পঞ্চম টেস্টে ৫ উইকেটে জিতেছে অজিরা।
জ্যাকব বেথেলের একার লড়াইয়ে ইংল্যান্ড কী করতে পারে, সেটাই ছিল দেখার অপেক্ষা। সিডনিতে আজ পঞ্চম দিনে গড়ানো পঞ্চম টেস্টে শেষ চেষ্টা করেছিল ইংল্যান্ড। কিন্তু ১৫৯ রানের লিড নিয়ে কতটুকুই বা লড়াই করা যায়! ফল যা হওয়ার, তা-ই হয়েছে। ৫ উইকেটে জিতে পাঁচ ম্যাচের সিরিজ অজিরা জিতে গেল ৪-১ ব্যবধানে।
দ্বিতীয় ইনিংসে ৭৫ ওভারে ৮ উইকেটে ৩০২ রানে আজ পঞ্চম দিনের খেলা শুরু করে ইংল্যান্ড। তবে দিনের প্রথম সেশনে মাত্র ৮০ বল টিকতে পারে ইংল্যান্ড। ৮৮.২ ওভারে দ্বিতীয় ইনিংসে ইংলিশরা ৩৪২ রানে গুটিয়ে গেলে অস্ট্রেলিয়া পায় ১৬০ রানের লক্ষ্য।
ক্যারিয়ারের বিদায়ী ম্যাচের প্রথম ইনিংসে ১৭ রান করে আউট হয়েছিলেন খাজা। সচরাচর যে ওপেনিংয়ে খেলতে অভ্যস্ত, বিদায়ী ইনিংসে সেখানে কি তিনি ব্যাটিং করবেন—ভক্ত-সমর্থকেরা হয়তো এমন কিছুই ভাবছিলেন। সেটা অবশ্য হয়নি। প্রথম ইনিংসে ছয় নম্বরে নামা খাজাকে দ্বিতীয় ইনিংসে পাঠানো হয় পাঁচ নম্বরে। ১৬০ রানের লক্ষ্যে নেমে ট্রাভিস হেড-জেক ওয়েদারল্যান্ড ৬৩ বলে ৬২ রানের উদ্বোধনী জুটি গড়েন। ১১তম ওভারের তৃতীয় বলে হেডকে (২৯) ফিরিয়ে জুটি ভাঙেন টাঙ।
হেড আউট হওয়ার পর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে অস্ট্রেলিয়া। একটা পর্যায়ে অস্ট্রেলিয়ার স্কোর হয়ে যায় ২৩.১ ওভারে ৫ উইকেটে ১২১ রান। ইংল্যান্ডের তখন জয়ের সামান্যতম সম্ভাবনা তৈরি হলেও সেটা হতে দেননি ক্যামেরন গ্রিন-অ্যালেক্স ক্যারি। ষষ্ঠ উইকেটে ৪১ বলে ৪০ রানের অবিচ্ছেদ্য জুটি গড়েন। জয়ের লক্ষ্যে নামা অস্ট্রেলিয়া ৩১.২ ওভারে ৫ উইকেটে করে ১৬১ রান। ইনিংস সর্বোচ্চ ৩৭ রান করেন মারনাস লাবুশেন। ইংল্যান্ডের টাঙ নিয়েছেন ৩ উইকেট।
সিডনিতে অ্যাশেজের পঞ্চম টেস্টে টস জিতে আগে ব্যাটিং নিয়ে ইংল্যান্ড ৯৭.৩ ওভারে ৩৮৪ রানে গুটিয়ে যায়। প্রথম ইনিংসেই ৪১তম টেস্ট সেঞ্চুরি তুলে নেন জো রুট। ২৪২ বলে করেছেন ১৬০ রান। অস্ট্রেলিয়ার মাইকেল নেসার নিয়েছেন ৪ উইকেট। অজিরা এরপর তাদের প্রথম ইনিংসে ১৩৩.৫ ওভারে ৫৬৭ রান করেছে। ১৬৬ বলে ২৪ চার ও ১ ছক্কায় ১৬৩ রান করেন ট্রাভিস হেড। সেঞ্চুরি করেছেন স্টিভ স্মিথও (১৩৮)। ইংল্যান্ডের টাঙ, কার্স নিয়েছেন তিনটি করে উইকেট।
সিডনি টেস্টে ম্যাচসেরার পুরস্কার পেয়েছেন হেড। প্রথম ইনিংসে ১৬৩ রানের পর দ্বিতীয় ইনিংসে ২৯ রান করেছেন। ৪-১ ব্যবধানে সিরিজ জয়ের পর অস্ট্রেলিয়ার বাঁহাতি পেসার মিচেল স্টার্ক হয়েছেন টুর্নামেন্টসেরা। সিরিজে সর্বোচ্চ ৩১ উইকেট নিয়েছেন তিনি। ব্যাটিংয়ে করেছেন ১৫৬ রান।
এবি/টিএ