বরুণ ধাওয়ানকে ঘিরে নতুন বিতর্কে আবারও উত্তপ্ত বলিউড। সদ্য মুক্তি পাওয়া ছবি ‘বর্ডার টু’-এর একটি গানের ঝলক প্রকাশ্যে আসতেই নেটদুনিয়ায় শুরু হয় তীব্র সমালোচনা। প্রশ্ন তোলা হয় অভিনেতার অভিনয় দক্ষতা নিয়ে, পাশাপাশি কটাক্ষের শিকার হতে হয় তাঁর শারীরিক গঠনও। দেশপ্রেমিক এক জওয়ানের চরিত্রে বরুণকে মানানসই মনে করেননি একাংশ দর্শক। সেই অসন্তোষ ক্রমে রূপ নেয় বিদ্রূপ, ব্যঙ্গ এবং প্রকাশ্য বডি শেমিংয়ে।
এর মাঝেই সামাজিক মাধ্যমে অনুরাগীদের সঙ্গে প্রশ্নোত্তর পর্বে অংশ নেন বরুণ ধাওয়ান। সেখানে এক নেটাগরিক তাঁর অভিনয় নিয়ে চলা ঠাট্টা-তামাশার প্রসঙ্গ তুললে অভিনেতা বিষয়টি হালকাভাবে সামলান। রসিক ভঙ্গিতে তিনি জানান, এই আলোচনাই গানটিকে জনপ্রিয় করে তুলেছে এবং সেটাই ঈশ্বরের আশীর্বাদ বলে মনে করেন তিনি। বরুণের এই সংযত প্রতিক্রিয়া অনেকের প্রশংসা পেলেও বিতর্ক থামেনি।
বরং পরিস্থিতি আরও ঘনীভূত হয় যখন ছবির প্রযোজক নিধি দত্ত প্রকাশ্যে মুখ খোলেন। তিনি সরাসরি অভিযোগ করেন, পরিকল্পিতভাবে টাকা খরচ করে বরুণ ধাওয়ানের বিরুদ্ধে ঘৃণা ছড়ানো হচ্ছে এবং ছবির ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা চলছে। তাঁর কণ্ঠে ছিল তীব্র ক্ষোভ। পরমবীর চক্রপ্রাপ্ত এক জাওয়ানের চরিত্রে অভিনয় করা অভিনেতাকে হেয় করার এই প্রবণতাকে তিনি দেশবিরোধী মানসিকতার সঙ্গে তুলনা করেন। এমনকি দেশবাসীর উদ্দেশে আহ্বান জানিয়ে বলেন, এই ধরনের অপচেষ্টার বিরুদ্ধে সবাইকে সজাগ হতে হবে।
একদিকে দর্শকের একাংশের কঠোর সমালোচনা, অন্যদিকে নির্মাতাদের দৃঢ় অবস্থান সব মিলিয়ে ‘বর্ডার টু’ এখন শুধুই একটি সিনেমা নয়, বরং বিতর্কের কেন্দ্রে থাকা এক রাজনৈতিক ও সামাজিক আলোচনার নাম। এই টানাপোড়েনে বরুণ ধাওয়ান যেন নিজের কাজ দিয়েই উত্তর দিতে চাইছেন, আর প্রযোজক পক্ষ স্পষ্ট করে দিচ্ছে, ছবির সম্মান রক্ষায় তারা একচুলও পিছোবে না।
আরপি/টিকে