ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক আজিজুর রহমান মুছাব্বিরকে গুলি করে হত্যার ঘটনায় গভীর শোক, ক্ষোভ ও তীব্র নিন্দা জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
বৃহস্পতিবার (৮ জানুয়ারি) রাতে এনসিপির দপ্তর সেলের সদস্য সাদিয়া ফারজানা দিনার সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এ শোক জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গতকাল ৭ জানুয়ারি বিএনপির অঙ্গসংগঠন স্বেচ্ছাসেবক দলের ঢাকা মহানগর উত্তরের সাবেক সাধারণ সম্পাদক ও ২৬ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আজিজুর রহমান মুছাব্বিরকে রাজধানীর পান্থপথ এলাকায় গুলি করে নির্মমভাবে হত্যা করা হয়। এই হত্যাকাণ্ডের ঘটনায় এনসিপি গভীর শোক, ক্ষোভ ও তীব্র নিন্দা জানাচ্ছে।
এই নৃশংস হত্যাকাণ্ড শুধু একটি রাজনৈতিক সহিংসতার ঘটনা নয়, এটি দেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ও নাগরিক নিরাপত্তাহীনতার একটি ভয়াবহ প্রতিফলন।
প্রকাশ্যে আগ্নেয়াস্ত্র ব্যবহার করে একজন রাজনৈতিক নেতাকে হত্যা করা প্রমাণ করে দেশে মানুষের জীবন ও মতপ্রকাশের নিরাপত্তা মারাত্মকভাবে হুমকির মুখে।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, এনসিপি মনে করে, সাম্প্রতিক সময়ে খুন, সন্ত্রাস, রাজনৈতিক সহিংসতা ও অস্ত্রের অবাধ ব্যবহারের প্রবণতা উদ্বেগজনকভাবে বেড়েছে। এসব ঘটনায় দোষীদের বিরুদ্ধে দ্রুত ও দৃশ্যমান ব্যবস্থা না নেওয়ায় অপরাধীরা আরও বেপরোয়া হয়ে উঠছে।
আমরা এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সকল অপরাধীকে অবিলম্বে গ্রেপ্তার করে দ্রুত, নিরপেক্ষ ও স্বচ্ছ বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জোর দাবি জানাচ্ছি। একই সঙ্গে এই ঘটনার পেছনের প্রকৃত কারণ ও মদতদাতাদের চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানাই।
দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থতার দায় সরকার ও সংশ্লিষ্ট আইন প্রয়োগকারী সংস্থাগুলো এড়াতে পারে না। জনগণের জান-মালের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের মৌলিক দায়িত্ব—এ দায়িত্ব পালনে অবিলম্বে কার্যকর ও দৃশ্যমান পদক্ষেপ গ্রহণের আহ্বান জানাচ্ছে এনসিপি।
গণতন্ত্র, রাজনৈতিক সহনশীলতা ও আইনের শাসন রক্ষায় এ ধরনের হত্যাকাণ্ড ও সহিংসতার বিরুদ্ধে সব গণতান্ত্রিক শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাচ্ছে এনসিপি।
আইকে/টিএ