ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র গ্রহণ ও বাতিলের বিরুদ্ধে আপিলের শেষদিনেও নির্বাচন কমিশন (ইসি) ভবনে দেখা গেছে প্রার্থীদের দীর্ঘ লাইন।
মনোনয়নপত্র গ্রহণ ও বাতিলের বিরুদ্ধে আপিলের শেষদিন শুক্রবারেও দীর্ঘ লাইন দেখা গিয়েছে ইসি ভবনে। ফাইল
শুক্রবার (৯ জানুয়ারি) সকাল থেকেই রাজধানীর আগারগাঁও ইসি ভবনে আপিল জমা দেন মনোনয়ন প্রত্যাশীরা।
ইসি কর্মকর্তারা জানান, ৫ জানুয়ারি থেকে শুরু হওয়া আপিল প্রক্রিয়ায় এ পর্যন্ত প্রায় সাড়ে ৫০০ আবেদন জমা পড়েছে।
রিটার্নিং অফিসারের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করতে আসা প্রার্থীদের বেশিরভাগেরই অভিযোগ এক শতাংশ ভোটারের স্বাক্ষর সংক্রান্ত জটিলতা ও যাচাই প্রক্রিয়া নিয়ে।
ইসিতে দায়ের হওয়া আপিলগুলোর শুনানি ১০ জানুয়ারি থেকে শুরু হয়ে চলবে ১৮ জানুয়ারি পর্যন্ত।
এমকে/এসএন