ফারহান আখতার একাধারে অভিনেতা, পরিচালক, প্রযোজক, গায়ক, লেখক ও কবি হিসেবে ইন্ড্রাস্টিতে নিজের আলাদা পরিচিতি গড়ে তুলেন। তার সহজ সাবলীল অভিনয়, হৃদয় ছোঁয়া গান আর গভীর দর্শন সৃষ্ট কবিতা দিয়ে দর্শকের কাছে হয়ে উঠেছেন জনপ্রিয়। আজ ৫২ বছরে পা রাখলেন এই বহুমুখী প্রতিভাবান অভিনেতা।
ক্যারিয়ারের শুরু থেকেই ফারহান আখতার প্রচলিত গল্পের বাইরে গিয়ে ভিন্নধর্মী গল্প বলার চেষ্টা করেছে যা মানুষকে অনুপ্রেরণা জোগায় ও জীবনঘনিষ্ঠ চিন্তাভাবনা করতে আগ্রহী করে। জন্মদিনে ফিরে দেখা যাক ফারহান আখতারের উল্লেখযোগ্য সিনেমাগুলো যা তার ক্যারিয়ারের গুরুত্বপূর্ণ মাইলফলক সৃষ্টি করেছে।
ফারহান আখতারের সিনেমা মানেই ‘জিন্দেগি না মিলেগি দোবারা’র কথা আসবেই। এই ছবিতে তিনি ইমরান চরিত্রে এক কবি হিসেবে অভিনয় করেন যে স্পেনে রোড ট্রিপে গিয়ে নিজেকে খুঁজে পায়। হৃতিক রোশন ও অভয় দেওলের সঙ্গে তার অভিনয় ছিল খুবই উষ্ণ ও ভাবনাপ্রবণ। ছবিটি আজও মানুষকে জীবন উপভোগ করতে, বন্ধুত্বের মূল্য বুঝতে ও নিজেকে বদলাতে অনুপ্রাণিত করে।
পরিচালক হিসেবে ফারহান আখতারের ক্যারিয়ারের সবচেয়ে বড় মাইলফলক ‘দিল চাহতা হ্যায়’। এই ছবিটি ফারহানকে জাতীয় পুরস্কার এনে দেয়। আমির খান, সাইফ আলি খান ও অক্ষয় খান্না অভিনীত এই ছবিটি বন্ধুত্ব, প্রেম ও সম্পর্কের এক অনন্য গল্প বলেছে। হিন্দি সিনেমার গল্পের ধারা বদলে দেয়া এই ছবিটি আজও সমানভাবে জনপ্রিয়।
‘রক অন!’ ছবির মাধ্যমে ফারহান আখতার অভিনয় ও গায়ক হিসেবে দারুণভাবে প্রশংসিত হন। এখানে তিনি আদিত্য চরিত্রে একটি রক ব্যান্ডের লিড সিঙ্গার হিসেবে অভিনয় করেন যে নানা সমস্যার মধ্য দিয়ে যায়। তার স্টাইল ও গান দর্শক ও সমালোচকদের মন জয় করে। এই ছবির জন্য তিনি ফিল্মফেয়ারে নবাগত অভিনেতা হিসেবে মনোনয়নও পান। আজও ‘রক অন!’ অনেকের প্রিয় ছবি। এটি আবেগ, সৃজনশীলতা আর দ্বিতীয় সুযোগের গল্প।
ফারহান আখতারের সবচেয়ে প্রশংসিত ছবিগুলোর মধ্যে একটি ‘ভাগ মিলখা ভাগ’। ছবিতে কিংবদন্তি অ্যাথলেট মিলখা সিংয়ের চরিত্রে অভিনয় করে ফারহান আখতার ব্যাপক প্রশংসা অর্জন করেন। চরিত্রটির জন্য তাঁকে কঠোর শারীরিক প্রশিক্ষণ ও মানসিক প্রস্তুতি নিতে হয়। ছবিটি সমালোচক ও বক্স অফিস দুদিক থেকেই সফল হয় এবং ফারহানকে শক্তিশালী অভিনেতা হিসেবে প্রতিষ্ঠিত করে।
ছবিতে ফারহান আখতার আজিজ আলি নামে একজন দুর্বল বক্সার চরিত্রে অভিনয় করেন। যে ব্যক্তিগত ও পেশাগত লড়াইয়ের মধ্যে দিয়ে যায়। শারীরিকভাবে কঠিন চরিত্র আর আবেগঘন গল্প বলার ক্ষেত্রে তার প্রতিভা এই ছবিতে স্পষ্ট। দৃঢ় মনোবল ও নতুন করে ঘুরে দাঁড়ানোর গল্প পছন্দ করেন যারা তাদের জন্য ‘তুফান’ একটি ভালো ছবি।
এটি ফারহান আখতারের সর্বশেষ ছবি। এখানে তিনি পরমবীর চক্রপ্রাপ্ত মেজর শৈতান সিং ভাটির চরিত্রে অভিনয় করেন। ছবিটি ভারতীয় সেনাবাহিনীর ইতিহাসের এক অত্যন্ত সাহসী অধ্যায় যা খুব কম মানুষই জানে। ছবিটিতে রেজাং লা যুদ্ধের গল্প তুলে ধরা হয়েছে।
পিআর/এসএন