কমিটি ঘোষণার এক ঘণ্টার মধ্যেই জাতীয় ছাত্রশক্তি থেকে পদত্যাগ করেছেন দলটির জামালপুর শাখার সিনিয়র যুগ্ম সদস্যসচিব ফিরোজ আহম্মেদ হীরা।
বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি স্ট্যাটাসের মাধ্যমে এ পদত্যাগের ঘোষণা দেন তিনি।
এর আগে, ওইদিন বিকেলে জাতীয় ছাত্রশক্তির ভেরিফায়েড ফেসবুক পেজে জামালপুর জেলা শাখার ৫৬ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি প্রকাশ করা হয়। সেখানে আমিনুল ইহসানকে আহ্বায়ক, আহাদ হোসেনকে সদস্যসচিব এবং সিনিয়র যুগ্ম সদস্যসচিব হিসেবে ফিরোজ আহম্মেদ হীরার নাম ঘোষণা করা হয়।
জাতীয় ছাত্র শক্তির কেন্দ্রীয় কমিটির সভাপতি জাহিদ আহসান ও সাধারণ সম্পাদক আবু বাকের মজুমদার এবং সাংগঠনিক সম্পাদক আবু তৌহিদ মো. সিয়ামের স্বাক্ষরে কমিটি অনুমোদন দেওয়া হয়।
‘বিশ্ববিদ্যালয়গুলোতে শিবিরের বিজয় জাতীয় নির্বাচনে প্রভাব ফেলবে না’
পদত্যাগের বিষয়ে নিজের ফেসবুক স্ট্যাটাসে ফিরোজ আহম্মেদ হীরা জানান, তিনি মতাদর্শিকভাবে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে বিশ্বাসী। অথচ, তাকে পূর্বে কিছু না জানিয়ে এবং তার কোনো ধরনের সম্মতি বা ক্লিয়ারেন্স না নিয়েই জাতীয় ছাত্র শক্তির জামালপুর জেলা কমিটিতে তার নাম অন্তর্ভুক্ত করা হয়েছে। তাই তিনি এই কমিটির সঙ্গে কোনো ধরনের সম্পর্ক নেই বলে ঘোষণা দেন এবং সম্মানের সঙ্গে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার অনুরোধ জানান। একইসঙ্গে তিনি দাবি করেন, বর্তমানে তিনি সকল ধরনের দলীয় রাজনীতি থেকে মুক্ত রয়েছেন।
এ বিষয়ে জানতে চাইলে ফিরোজ রহমান হীরা বলেন, আমি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে বিশ্বাসী। এর আগে, সরকারি আশেক মাহমুদ কলেজ শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক প্রার্থী ছিলেন বলে জানান তিনি।
হীরা বলেন, যেহেতু আমাকে জানিয়ে কমিটিতে রাখা হয়নি, তাই দ্রুত ফেসবুকে বিষয়টি ক্লিয়ার করেছি।
ফিরোজ রহমান হীরা ২০২৪ সালের আন্দোলনে পুলিশের হাতে গ্রেফতার হন এবং ২১ দিন কারাভোগ করেন। পরবর্তীতে সরকার পতনের পর তিনি মুক্তি পান।
এবি/টিকে