দক্ষিণী সুপারস্টার প্রভাসের নতুন সিনেমা ‘রাজাসাব’ মুক্তি নিয়ে উত্তেজনা তুঙ্গে পৌঁছেছে। শুক্রবার (৯ জানুয়ারি) মুক্তির পর থেকেই ভারতের বিভিন্ন প্রেক্ষাগৃহে শুরু হয়েছে বিশাল উন্মাদনা। তবে, এই উন্মাদনা কিছু জায়গায় রণক্ষেত্রে পরিণত হয়।
নির্ধারিত মুক্তির আগে অন্ধ্রপ্রদেশ ও তেলেঙ্গানা রাজ্যে প্রিমিয়ার শো-এর আয়োজন করা হয়েছিল। তবে সরকারি অনুমতি পত্র পৌঁছাতে দেরি হওয়ার কারণে শেষ মুহূর্তে এই শোগুলি বাতিল করতে বাধ্য হয় হল কর্তৃপক্ষ। এতে ভক্তদের মধ্যে ব্যাপক ক্ষোভ এবং উত্তেজনা সৃষ্টি হয়। দীর্ঘ সময় ধরে হলের বাইরে দাঁড়িয়ে থাকা ভক্তরা কোনো স্পষ্ট তথ্য না পাওয়ায় পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে।
হায়দরাবাদের বিমল থিয়েটারে পরিস্থিতি ছিল সবচেয়ে উত্তপ্ত। সেখানে সিনেমার প্রিমিয়ার স্ক্রিনিং চলাকালীন কয়েকশ ভক্ত গেট ভেঙে হলের ভেতরে ঢুকে পড়েন। সোশ্যাল মিডিয়ায় শেয়ার হওয়া ভিডিওতে দেখা গেছে, ভক্তরা প্রবেশের জন্য হুড়োহুড়ি করছেন, যার ফলে পরিস্থিতি আরও বিশৃঙ্খল হয়ে ওঠে।
তেলেঙ্গানা রাজ্যের কুকাটপল্লী এলাকায় থিয়েটারের প্রধান ফটকে ভক্তরা সজোরে ধাক্কাধাক্কি করতে থাকেন। একপর্যায়ে সিকিউরিটি ব্যারিকেড ভেঙে তারা হলের ভেতরে প্রবেশ করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে হল কর্তৃপক্ষ ও পুলিশকে যথেষ্ট কষ্টসাধ্য হয়ে ওঠে। প্রতিবেদন অনুযায়ী, উত্তেজিত জনতাকে ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ করা হয়।
শুক্রবার সকালে সিনেমাটি ভারত জুড়ে মুক্তি পাওয়ার পর সোশ্যাল মিডিয়ায় দর্শকদের মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। বেশিরভাগ দর্শক সিনেমার দ্বিতীয়ার্ধে চমক পেয়েছেন, যদিও প্রথমার্ধকে ধীরগতির মনে করেছেন অনেকেই। তবে প্রভাসের অভিনয় এবং লুককে দর্শকরা প্রশংসায় ভাসিয়েছেন। অনেক দর্শক মন্তব্য করেছেন যে, সিনেমার ক্লাইম্যাক্স আরও ভালো হতে পারত, তবে এটি একটি পরিবারিক ছবি, যা সবাইকে নিয়ে দেখা যায়।
‘রাজাসাব’ সিনেমাটি নির্মাণ করা হয়েছে পিপল মিডিয়া ফ্যাক্টরি ও আইভি এন্টারটেইনমেন্ট এর ব্যানারে এবং এটি মুক্তি পেয়েছে হিন্দি, তেলুগু, তামিল, কন্নড় এবং মালয়ালম ভাষায়। সিনেমাটিতে প্রভাসের বিপরীতে অভিনয় করেছেন মালবিকা মোহনন, নিধি আগরওয়াল এবং ঋদ্ধি কুমার। এছাড়াও গুরুত্বপূর্ণ ভূমিকায় আছেন সঞ্জয় দত্ত ও বোমান ইরানি।
এসকে/টিকে