থ্রিলার ঘরানার গল্পে আবারও দর্শকের সামনে আসতে চলেছেন অভিনেতা ইরফান সাজ্জাদ। নতুন একটি ডার্ক থ্রিলার ওয়েব চলচ্চিত্রে অভিনয় করছেন তিনি। এই ছবিতে তাঁর সঙ্গে রয়েছেন অভিনেত্রী আশনা হাবিব ভাবনা ও প্রার্থনা ফারদিন দীঘি। নির্মাণের দায়িত্বে আছেন সুমন ধর। বর্তমানে ঢাকার বিভিন্ন লোকেশনে ছবিটির দৃশ্যধারণ চলছে।
নির্মাতাসূত্রে জানা গেছে, এটি একটি সম্পূর্ণ গল্পনির্ভর থ্রিলার কাজ। যেখানে চরিত্রের গভীরতা ও পরিবেশের আবহই মূল শক্তি হিসেবে কাজ করবে। সে কারণেই ইরফান সাজ্জাদ, ভাবনা ও দীঘির মতো অভিনয়দক্ষ শিল্পীদের নির্বাচন করা হয়েছে। যদিও গল্পের বিস্তারিত এখনই প্রকাশ করতে চাননি নির্মাতা, তবে দর্শকের জন্য একটি টানটান ও অন্ধকার আবহের অভিজ্ঞতা অপেক্ষা করছে বলে ইঙ্গিত দিয়েছেন তিনি।
ঈদুল ফিতরকে সামনে রেখে ওয়েব চলচ্চিত্রটি নির্মাণ করা হচ্ছে। তবে এটি কোন ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাবে, সে বিষয়ে এখনও কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। শুটিং শেষ হওয়ার পরই ছবির নাম ও মুক্তির তথ্য জানানো হবে বলে জানিয়েছেন নির্মাতা।
নতুন এই কাজটি নিয়ে বেশ আশাবাদী ইরফান সাজ্জাদ। তিনি জানান, ডার্ক থ্রিলার গল্পে কাজ করার প্রতি তাঁর বরাবরের আগ্রহ রয়েছে। এই ওয়েব চলচ্চিত্রের গল্প ও চরিত্র শুরু থেকেই তাঁকে আকর্ষণ করেছে। তাঁর ভাষায়, সুমন ধর গল্প বলার ক্ষেত্রে অত্যন্ত যত্নবান একজন নির্মাতা এবং তাঁর নির্দেশনায় কাজ করার অভিজ্ঞতা সব সময়ই আলাদা। শুটিংয়ের পরিবেশও বেশ ইতিবাচক বলে জানান তিনি।
সহশিল্পীদের প্রশংসা করে ইরফান বলেন, ভাবনা ও দীঘির সঙ্গে কাজ করে ভালো লাগছে। চরিত্রগুলো যেন পর্দায় বিশ্বাসযোগ্য হয়ে ওঠে, সে জন্য সবাই মিলে আলোচনা করে কাজ করছেন তাঁরা।
উল্লেখ্য, গত বছরের জুলাই মাসে মুক্তি পেয়েছিল ইরফান সাজ্জাদ অভিনীত চলচ্চিত্র ‘আলী’। এরপর নতুন কোনো সিনেমায় চুক্তিবদ্ধ হওয়ার খবর পাওয়া যায়নি। বর্তমানে তিনি নিয়মিত নাটকের কাজ করছেন। সিনেমাওয়ালা ইউটিউব চ্যানেলে প্রচার হচ্ছে তাঁর অভিনীত নাটক ‘এটা আমাদেরই গল্প’। পাশাপাশি আসন্ন ঈদের কাজের প্রস্তুতিও নিচ্ছেন এই অভিনেতা।
এমকে/টিএ