পর্দায় ফেরার সঙ্গে সঙ্গেইইমরান হাশমি নিজেকে কার্যত সরাসরি ইন্ডাস্ট্রির কুশীলবদের উদ্দেশে রেখেছেন। ‘ধুরন্ধর’-এর সাফল্য নিয়ে চলমান মাতামাতির মাঝেই অভিনেতা বলিউড এবং টলিউডের বাস্তব পরিস্থিতি সামনে এনেছেন।
সম্প্রতি একটি সাক্ষাৎকারে তিনি বলেন, “ইন্ডাস্ট্রিতে ছবি যত সফল হবে, আমাদের জন্য ততই ভালো। ব্যবসায় লাভ হলে আরও কাজ হবে, ইন্ডাস্ট্রিতে মূলধনের পরিমাণ বাড়বে। কিন্তু এখানে কতটা নিম্ন মানসিকতা! ছবি সফল হলে শুধু প্রশংসা করলেই হবে, কিন্তু এখানে চেষ্টা হয় ছবিকে পিছনে ঠেলে দেওয়ার।”
এত দিন পর পর্দায় ফিরে, ইমরান জানালেন, তিনি হিন্দি ছবি প্রায়ই দেখেন না। এতে হয়তো বলিউডের প্রতি তাঁর কিছু বিতৃষ্ণা তৈরি হয়েছে। তাছাড়া, ব্যক্তিগত কারণে ছেলের অসুস্থতার সময়ে সম্পূর্ণ কাজ থেকে দূরে ছিলেন। এখন পরিবারের পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় তিনি নতুন চরিত্রে নিজেকে প্রমাণ করতে প্রস্তুত। ‘হক্’ ছবিতে দাপুটে আইনজীবীর চরিত্রে অভিনয় করে ইতিমধ্যেই দর্শকের নজর কেড়েছেন।
পিআর/টিএ