সম্প্রতি এক অনুষ্ঠানে গিয়ে বাংলাদেশের বিশ্বকাপ ইস্যুতে উদ্ভূত পরিস্থিতি নিয়ে বেশ কিছু কথা বলেছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। তার সেই বক্তব্যের একটা ফটো কার্ড সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করে তাকে ভারতীয় দালাল বলে মন্তব্য করেছেন বিসিবির পরিচালক এম নাজমুল ইসলাম। আর তাতেই সরগরম হয়ে উঠেছে দেশের ক্রিকেটাঙ্গন।
তামিম ইকবালের এই ইস্যু নিয়ে এবার মুখ খুলেলেন বিসিবির আরেক পরিচালক আসিফ আকবর। দেশের একটি গণমাধ্যমর এক পডকাস্টে তিনি বলেন, ‘এটা উনার ব্যক্তিগত মতামত, এটা উনার ব্যক্তিগত ওয়ালে দিয়েছে। সেখানে বিসিবির ডিরেক্টর হিসেবে তিনি তাকে উল্লেখ করেন নাই। আর যাকে উদ্দেশ্য করে বলা হয়েছে তিনি কয়দিন পর পর বোর্ড ভেঙে দেবো, এই বোর্ড অবৈধ … তো ইট মারলে তো পাটকেল খাইতেই হবে। ওইটাই হচ্ছে, আর কিছু না।’
আসিফ আকবর আরও বলেন, ‘আমরা ২৫ জন ডিরেক্টর আছি, এখন ২৬ নম্বর ডিরেক্টর এসে যদি বলে বোর্ড ভেঙে দিবো, এই বোর্ড অবৈধ, এই বোর্ড আমি মানি না; কিন্তু এই বোর্ডের সাথে ফাঁকে ফাঁকে ব্যাবসাও করেন উনি। শোকজের যে ব্যাপারটা, সেরকর কোনো শোকজ করা হয়নি। এই যে শোকজটা যে করবেন আপনি … পাঠিয়েছে কোয়াব, যিনি এফেক্টেট, যাকে বলা হয়েছে; তার পরিবার, তার সংস্থা বা তার নিজের পক্ষ থেকে কোনো প্রতিবাদ বা কোনো রকম কমপ্লেইন (অভিযোগ) আমরা পাই নাই।’
গত বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সিটি ক্লাবে জিয়া ইন্টার ইউনিভার্সিটি ক্রিকেট টুর্নামেন্টের ট্রফি ও জার্সি উন্মোচন অনুষ্ঠানে গিয়ে বাংলাদেশের বিশ্বকাপ ইস্যুতে উদ্ভূত পরিস্থিতি নিয়ে তামিম বেশ কিছু কথা বলেছিলেন। তার বক্তব্যের একটা অংশ এমন, ‘আমাদের অর্থের প্রায় ৯০-৯৯ শতাংশ আইসিসি থেকে আসে। তাই সবকিছু চিন্তা করেই সিদ্ধান্ত নিতে হবে।’
এই লেখা ও তামিমের ছবি সংবলিত একটি ফটো কার্ড শেয়ার করে তাকে ভারতীয় দালাল হিসেবে উল্লেখ করেন বিসিবির পরিচালক নাজমুল। স্ট্যাটাসে লেখেন, ‘এইবার আরো একজন পরিক্ষিত (সঠিক বানান পরীক্ষিত) ভারতীয় দালাল এর আত্মপ্রকাশ বাংলার জনগণ দুচোখ ভরে দেখলো।’
স্ট্যাটাসটি তিনি মুছে ফেললেও সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ট্যাটাসের স্ক্রিনশট ছড়িয়ে পড়েছে। সেটা নিয়ে শুরু হয়েছে আলোচনা-সমালোচনা। অনেকে তার মন্তব্যের পক্ষে দাঁড়াচ্ছেন, আছেন বিপক্ষের লোকও।
ভারত মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেয়ায় নিরাপত্তা ইস্যু দেখিয়ে সেখানে বিশ্বকাপ খেলতে যেতে চাচ্ছে না বিসিবি। আইসিসিকে বিষয়টি অবহিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এ নিয়ে কয়েক দিন ধরেই দেশের ক্রিকেট সরগরম। তামিমের আহ্বান, ডাকঢোল না পিটিয়ে বোর্ডের উচিত নিজেদের মধ্যে একটা চূড়ান্ত সিদ্ধান্ত করে সেটা সবার সামনে আনা।
তামিম বলেন, ‘আপনি হুটহাট সিদ্ধান্তটা নিয়েন না। আর হুটহাট সিদ্ধান্তের চেয়েও বড় কথা হলো আপনি এ রকম পাবলিকলি কমেন্ট করে ফেলেন, বিভিন্ন ডিরেক্টর বিভিন্নভাবে কমেন্ট করছেন, এটাতে একটা আনসার্টেন্সি খামাখা তৈরি হয়ে যায়। আমি শিউর ওখানে যোগ্য লোকজন আছেন, বাংলাদেশের গভর্নমেন্টের এখন যারা আছেন। উনাদের নিজেদের ইন্টার্নালি একটা ডিসিশন নিয়ে ফাইনাল একটা ভার্ডিক্ট সবার সামনে আনা উচিত।’
টিজে/টিএ