সুষ্ঠু ভোট হলে ৪০ থেকে ৭০টি আসন পাব: শামীম হায়দার পাটোয়ারী

সুষ্ঠু ভোট হলে ও লেভেল প্লেয়িং ফিল্ড থাকলে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টি ৪০ থেকে ৭০টি আসন পাবে বলে আশা করেছেন দলটির একাংশের মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী। তিনি বলেছেন, ‘ভোটের মাঠ অত্যন্ত ফ্লুইড (অনিশ্চিত)। যদি সুষ্ঠু ভোট হয়, লেভেল প্লেয়িং ফিল্ড থাকে, আমি মনে করি ৪০ থেকে ৭০টি আসন পাব।

আমরা মনে করি যে দেশে সুষ্ঠু নির্বাচন করতে গেলে প্রার্থীর কমফোর্ট খুব বেশি প্রয়োজন।

যারা নির্বাচন করে তারা জনস্বার্থে নির্বাচনে আসে। আমরা দেখেছি তুচ্ছ ভুলের কারণে মনোনয়ন বাতিল হয়েছে।’
 
গতকাল রবিবার (১১ জানুয়ারি) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে দলের প্রার্থীদের আপিলের শুনানিতে এসে গণমাধ্যমের কাছে এ কথা বলেন তিনি।

শামীম হায়দার পাটোয়ারী বলেন, গতকাল (শনিবার) দলের ১৩ প্রার্থী মনোনয়ন বাতিলের বিরুদ্ধে আপিল করেন।

এর মধ্যে ১১ জনের আপিল গ্রহণ হয়েছে, দুজনের নামঞ্জুর হওয়ায় তারা উচ্চ আদালতে যাবেন। আজ (রবিবার) পর্যন্ত কুমিল্লা-১ আসনের সৈয়দ মোহাম্মদ ইফতেকার আহসান ও বগুড়া-২ আসনের মো. শরিফুল ইসলাম জিন্নার আপিলও গ্রহণ করা হয়েছে।

জাপা মহাসচিব বলেন, আজ (রবিবার) আরো চারটি এবং আগামীকাল (সোমবার) ছয়–সাতটি আপিল শুনানি হবে। আপিল ট্রাইব্যুনাল কারিগরি ত্রুটি সংশোধনের সুযোগ দিচ্ছে, ফলে আরও প্রার্থী নির্বাচনে ফিরে আসতে পারছেন।

শামীম হায়দার বলেন, ১২–২৯ ডিসেম্বর দেশে অস্থিতিশীল পরিবেশ থাকায় অনেক প্রার্থী সময়মতো মনোনয়ন জমা দিতে পারেননি। অতীতে ছোটখাটো ভুল রিটার্নিং কর্মকর্তারা সংশোধনের সুযোগ দিতেন, এবার তা হয়নি। রিটার্নিং কর্মকর্তারা মবের ভয় ও ট্যাগিংয়ের কারণে ইতিবাচক বিবেচনা করতে পারেননি, যা সুষ্ঠু নির্বাচনের জন্য বাধা।
 
তিনি বলেন, ব্যাপক হারে সেনা মোতায়েন, ব্যাপক হারে পুলিশ মোতায়েন, প্রশাসনকে দৃঢকরণ না করলে আমরা একটা ফলহীন-মানহীন ইলেকশনের দিকে যেতে পারি। ভবিতব্য সরকার যারা হবে, তাদেরও বুঝতে হবে যে মানহীন একটি নির্বাচনের সরকার যদি গঠিত হয়, তাদের ম্যান্ডেট ঘাটতি হবে।

তারা দেশ চালাতে হোঁচট খাবে। অর্থাৎ এখন এখানে একটি রাজনৈতিক সমঝোতা প্রয়োজন। সকল দলই একত্রিত হয়ে স্বতঃস্ফূর্তভাবে নির্বাচনে যাবে। সকলেই সকলকে স্পেস দেবে। আমরা মনে করি এ রকম একটি সমঝোতা আলোচনা প্রত্যেক নির্বাচনের আগেও হয়েছে।

জাপা মহাসচিব বলেন, একটা লেভেল প্লেয়িং ফিল্ড প্রয়োজন। দেশে বর্তমানে আমরা বলব কিছুটা বিএনপি-জামায়াতের সরকার বিদ্যমান। কারণ তাদের লিস্ট অনুযায়ী প্রশাসন সাজানো হয়েছে। সেখান থেকে নিরপেক্ষতার সরকার নিরপেক্ষতার প্রশাসন তো দেখাতে হবে। নির্বাচন কমিশনকেই দেখাতে হবে। কমিশনের এখনই উচিত প্রশাসনকে রদবদল করা। প্রশাসনের যাদের বিরুদ্ধে অভিযোগ আছে তাদের ট্রান্সফার করা এবং লেভেল প্লেয়িং ফিল্ডের পরিবেশ সৃষ্টি করা।

কেএন/টিকে

Share this news on:

সর্বশেষ

img
জামায়াত আমিরের সঙ্গে ইইউ নির্বাচন পর্যবেক্ষণ মিশন প্রধানের সাক্ষাৎ Jan 12, 2026
img
আমার প্রতি বৈষম্য করা হয়েছে : জামায়াত প্রার্থী ডা. ফজলুল হক Jan 12, 2026
img
অবশেষে জানা গেল রোজা-তাহসানের আলাদা হওয়ার রহস্য Jan 12, 2026
img
দ্রুত ইন্টারনেট সচল করার ঘোষণা ইরানের পররাষ্ট্রমন্ত্রীর Jan 12, 2026
img
গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানিয়ে ফটোকার্ড প্রকাশ করল প্রধান উপদেষ্টার প্রেস উইং Jan 12, 2026
img
ভোটের মাঠে থাকবে সাড়ে ৫ লাখ আনসার-ভিডিপি সদস্য: স্বরাষ্ট্র উপদেষ্টা Jan 12, 2026
যুদ্ধের দ্বারপ্রান্তে ইরান-যুক্তরাষ্ট্র? Jan 12, 2026
যেমন হবে স্যামসাং গ্যালাক্সি S26 আল্ট্রার ডিজাইন Jan 12, 2026
img
শ্রমিক ইশতেহার বাস্তবায়নের দায়িত্ব নিতে হবে: নজরুল ইসলাম Jan 12, 2026
ইসলামিক যে কোন কিছু সার্চ দেওয়ার সেরা AI | ইসলামিক টিপস Jan 12, 2026
চীনের ওপর নির্ভরতা কমাতে জাপানের খনিজ উত্তোলন অভিযান Jan 12, 2026
মুক্তির আগেই আলোচনায় রানী Jan 12, 2026
জীবন অপেরা’ নিয়ে কেন এত আলোচনা? Jan 12, 2026
img
চিফ প্রসিকিউটরকে জড়িয়ে ফজলে করিমের সাবেক স্ত্রীকে ‘সাইবার বুলিং’ Jan 12, 2026
img
তোমার সাথে কোনো প্রাণির সম্পর্ক রাখা সম্ভব? তাহসান-সিঁথির পুরোনো ভিডিও ভাইরাল Jan 12, 2026
img
ফেব্রুয়ারিতে এয়ার চায়নার বেইজিং থেকে ঢাকা রুটের দুইদিনের ফ্লাইট বাতিল Jan 12, 2026
img

হাদি হত্যা

অভিযোগপত্র পর্যালোচনায় দুই দিনের সময় নিয়েছে বাদীপক্ষ Jan 12, 2026
img
ডিজিটাল কার্ড পাচ্ছেন ফ্রিল্যান্সাররা Jan 12, 2026
img
স্বাস্থ্য সংক্রান্ত অনুসন্ধানে ‘এআই ওভারভিউ’ বন্ধ করল গুগল Jan 12, 2026
img
যুক্তরাষ্ট্রকে নির্লজ্জ বলে তীব্র নিন্দা জানিয়েছে উত্তর কোরিয়া Jan 12, 2026