ভারতের মতো মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে আর কোনো দেশ এতটা গুরুত্বপূর্ণ নয়- এমন মন্তব্য করেছেন মার্কিন দূত সার্জিও গোর। একইসঙ্গে তিনি ঘোষণা করেছেন, ওয়াশিংটন এবং নয়াদিল্লি আগামী মঙ্গলবার থেকে তাদের পরবর্তী দফার বাণিজ্য চুক্তি আলোচনা পুনরায় শুরু করতে যাচ্ছে।
দক্ষিণ ও মধ্য এশিয়ার যুক্তরাষ্ট্রের বিশেষ দূত গোর আরও বলেন, মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প আগামী বছরের মধ্যে ভারত সফর করতে পারেন।
দিল্লিতে মার্কিন দূতাবাসে বক্তৃতা দিতে গিয়ে, গোর জোর দিয়ে বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাথে ট্রাম্পের বন্ধুত্ব ‘আসল’ এবং এ কারণেই তাদের মতপার্থক্যগুলো সমাধান করা সম্ভব।
গোর ভাষণে বলেন, ‘মার্কিন যুক্তরাষ্ট্র এবং ভারত কেবল অভিন্ন স্বার্থের জন্য নয় বরং সর্বোচ্চ স্তরে স্থাপিত সম্পর্কের দ্বারা আবদ্ধ। প্রকৃত বন্ধুরা দ্বিমত পোষণ করে কিন্তু শেষ পর্যন্ত তাদের মতপার্থক্যের সমাধান করে।’
তিনি উল্লেখ করেন যে, নয়াদিল্লি এবং ওয়াশিংটনের সম্পর্কের জন্য বাণিজ্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হলেও, উভয় দেশ নিরাপত্তা, সন্ত্রাসবাদ দমন, জ্বালানি, প্রযুক্তি, শিক্ষা এবং স্বাস্থ্যের মতো অন্যান্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ক্ষেত্রেও একসাথে ঘনিষ্ঠভাবে কাজ করে চলেছে।
‘আমি প্রেসিডেন্ট ট্রাম্পের সাথে সারা বিশ্ব ভ্রমণ করেছি এবং আমি প্রমাণ করতে পারি যে প্রধানমন্ত্রী মোদির সাথে তার বন্ধুত্ব খাঁটি।’ গোর জোর দিয়ে বলেন।
‘ভারতের চেয়ে গুরুত্বপূর্ণ আর কোনো অংশীদার নেই। আগামী মাস এবং বছরগুলোতে, রাষ্ট্রদূত হিসেবে আমার লক্ষ্য হল একটি অত্যন্ত উচ্চাভিলাষী এজেন্ডা অনুসরণ করা। আমরা প্রকৃত কৌশলগত অংশীদার হিসেবে এটি করব। প্রত্যেকে শক্তি, সম্মান এবং নেতৃত্ব নিয়ে আলোচনার টেবিলে আসব।’ তিনি বলেন।
সূত্র: এনডিটিভি
এমআই/টিএ