১৭ বছর পর তারেক রহমান! মুগ্ধতা নাকি বিতর্ক? আপনার ইন্টারভিউ চাই!

১. সৌজন্য ও সময়ানুবর্তিতা

অনুষ্ঠানটি শুরু হওয়ার কথা ছিল বেলা ১১টায়, কিন্তু বিএনপি চেয়ারম্যান তারেক রহমান নির্ধারিত সময়ের আগেই উপস্থিত হন। মঞ্চে ওঠার আগে তিনি প্রায় সব সাংবাদিকের কাছে গিয়ে ব্যক্তিগতভাবে হ্যান্ডশেক করেন। আমিও সেখানে উপস্থিত ছিলাম। আমি যখন নিজের পরিচয় দিলাম, তিনি মৃদু হেসে ধন্যবাদ জানালেন। সেই বিশেষ মুহূর্তটি আমি ফেসবুক মেটাগ্লাস দিয়ে ধারণ করেছি।

২. বিনয় ও মার্জিত আচরণ

পুরো অনুষ্ঠান জুড়ে তার নম্রতা ছিল নজরকাড়া। তিনি সাংবাদিকদের অনুরোধ করেছেন যেন তাকে সম্মোধন করতে ‘মাননীয়’ শব্দটি ব্যবহার করা না হয়। গেল ১৭ বছরে বাংলাদেশে কী হয়েছে সে বিষয়ে তিনি যে অবগত আছেন সেটা বলছিলেন অত্যন্ত মার্জিত এবং স্বভাবসুলভ নম্রতার সুরে!

৩. মনোযোগী শ্রোতা ও সাধারণের সাথে সংযোগ

আমি লক্ষ্য করেছি, সাংবাদিকরা যখন বক্তব্য দিচ্ছিলেন, তিনি হাতে কলম-খাতা নিয়ে নোট নিচ্ছিলেন। কেউ পরামর্শ দিলে তিনি তাকে ধন্যবাদ দিচ্ছিলেন। এমনকি অনুষ্ঠানের নিরাপত্তার কয়েক ধাপের ব্যারিয়ার তিনি সরিয়ে দিয়েছিলেন, যাতে সবাই সহজে অংশগ্রহণ করতে পারেন।

৪. কিছু দৃষ্টিনন্দন মুহূর্ত

মঞ্চে কেবল তিনি এবং তার দলের মহাসচিব ছিলেন, যা ছিল বেশ ছিমছাম। একজন সাংবাদিক তাকে বই উপহার দিতে চাইলে তিনি মঞ্চের চেয়ার ছেড়ে এগিয়ে গিয়ে সেটি গ্রহণ করেন। এমনকি ক্যামেরার পেছনে থাকা সংবাদকর্মীদের সঙ্গেও তিনি হাত মিলিয়েছেন, যা সত্যিই প্রশংসনীয়।

৫. আমার কিছু পর্যবেক্ষণ ও দ্বিমত (যা দৃষ্টিকটু লেগেছে) 

সাংবাদিকদের অতিরঞ্জিত প্রশংসা: একজন সিনিয়র সম্পাদক বললেন, ‘তারেক রহমানের বিকল্প নেই’ এবং ইনকিলাব সম্পাদক তাকে আগাম প্রধানমন্ত্রী ঘোষণা করলেন। একজন পেশাদার সাংবাদিক বা সম্পাদকের কণ্ঠে দলীয় নেতাকর্মীদের মতো এমন উচ্ছ্বাস-আবেগ কাম্য নয়। নির্বাচনের আগে এমন মন্তব্য নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলে।

মিডিয়া সেলের অপেশাদারিত্ব: বিএনপির মিডিয়া সেলের আরও স্মার্টনেস প্রয়োজন। তারেক রহমানের সঙ্গে যখন একজন সাংবাদিক কথা বলছিলেন, এবং কথায় যখন কিছুটা নেতিবাচক দিক উঠে আসছিল তখন পেছন থেকে মিডিয়া সেলের কেউ সেই সাংবাদিকের কনুইতে টিপ দিচ্ছিলেন, যা অত্যন্ত দৃষ্টিকটু ও নেতিবাচক দেখায়।

অনলাইন গণমাধ্যম: এই অনুষ্ঠানে অনলাইন গণমাধ্যমকে আমন্ত্রণ জানানো হয়নি! এমনকি অনলাইন গণমাধ্যমের সাংবাদিকদের সেখানে যেতে সরাসরি না করে দেয়া হয়েছে মিডিয়া সেল থেকে। সংশ্লিষ্টদের বিষয়টি ভেবে দেখা দরকার। আমি ছাড়া একজনও মোবাইল জার্নালিস্ট সেখানে ছিলেন না। অন্তত বিএনপি বিট কাভার করেন এমন মোবাইল জার্নালিস্টদের আমন্ত্রণ দেয়া কি যেত না? আলাদা করে তাদের না করে দেয়ার দরকারটা কী?

অনুষ্ঠানের শেষে আমি সামনের দিকে গিয়েছিলাম। অবশ্য ততক্ষণে ভিড় দেখে ফিরে এসেছি! তার বিনয় ও স্পষ্টবাদিতা , দেশের জন্য প্লান, তাকে ঘিরে নানা প্রশ্ন-অভিযোগ-চ্যালেঞ্জ - এসব নিয়ে আমার খুব ইচ্ছে ছিল একটি বিশেষ সাক্ষাৎকার নেওয়ার। ভিড় আর সময়ের অভাবে সেদিন কথাটি সরাসরি বলা হয়নি। সেই অপেক্ষায় রইলাম! আবারো সামনে পেলে এটাই বলার ইচ্ছা ছিল- আমি আপনার একটা ইন্টারভিউ নিতে চাই। আপনি কি ইন্টারভিউ দেবেন? আমার ইন্টারভিউ ধারণ হবে মোবাইল ফোনে। মেটা এ-আই গ্লাসে! বাংলাদেশে একটিই আছে আমার কাছে। বড় ক্যামেরা থাকবে না। আপনি যেকোনো সময়; যে কোন স্থানে দশ মিনিট দিলেও হবে। নতুন প্রজন্মের গণমাধ্যমে অথবা নিউমিডিয়ায় আপনার প্রথম ইন্টারভিউ হতে পারে!! আপনার এই ইন্টারভিউ টিভিতে দেখানো হবে না- আমি যে গণমাধ্যমে কাজ করি সেখানের ডিজিটাল প্লাটফর্ম গুলোতেই যাবে। সম্ভবত এই প্লাটফর্ম গুলোর দর্শক- পাঠক গেল ১৭ বছরে যারা ভোটার হয়েছে সেই ৪ কোটি ভোটাদের একটি বড় অংশ। আপনি কি সেই ইন্টারভিউ দেবেন? বিএনপি চেয়ারম্যান তারেক রহমান যদি এই লেখাটি দেখে থাকেন অথবা পড়ে থাকেন! আর ইন্টারভিউ দিতে চান বা আগ্রহী হন আমাকে জানাতে পারেন। "আমি আপনার ইন্টারভিউ নিতে চাই"।

টিকে/

Share this news on:

সর্বশেষ

img
হ্যামনেট থেকে অ্যাডোলেসেন্স, গোল্ডেন গ্লোবে কার হাতে কোন পুরস্কার উঠল? Jan 12, 2026
img
পিছনের দরজা দিয়ে গণতন্ত্র ধ্বংসের ষড়যন্ত্র এখনও চলছে: ডা. রফিক Jan 12, 2026
বিএনপিকে ক্ষমতায় চায় ৩৪.৭ শতাংশ ভোটার, জামায়াতকে ৩৩.৬ | টাইমস ফ্ল্যাশ | ১২ জানুয়ারি, ২০২৬ Jan 12, 2026
img
আসিফ নজরুলের নিরাপত্তা বিষয়ক বক্তব্য ‘সম্পূর্ণ অসত্য’ মন্তব্য আইসিসির! Jan 12, 2026
img
অনন্যা পাণ্ডের তোপের মুখে আলিয়া ভাট, ‘সুযোগসন্ধানী’ আখ্যা Jan 12, 2026
img
২০০৮ সাল থেকেই নির্বাচনব্যবস্থা ধ্বংসের প্রক্রিয়া শুরু : শফিকুল আলম Jan 12, 2026
img
কেন বিয়ে করছেন না অঙ্কুশ-ঐন্দ্রিলা? জানালেন কারণ Jan 12, 2026
img
এই বছরটাই আমার চূড়ান্ত সিদ্ধান্তের বছর : তৌসিফ Jan 12, 2026
যে জিনিস আপনাকে ধ্বংস করছে | ইসলামিক জ্ঞান Jan 12, 2026
ছক্কা মেরে অর্ধশতক ও সিলেটের জয় নিশ্চিত করলেন ইমন Jan 12, 2026
ভারতে বাংলাদেশের বিশ্বকাপ খেলা অসম্ভব : আসিফ নজরুল Jan 12, 2026
এল ক্লাসিকো জিতে রেকর্ড বড় অঙ্কের অর্থ পুরস্কার বার্সার Jan 12, 2026
img
সবাইকে ভালোবাসা সম্ভব নয় : দেব Jan 12, 2026
img
ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াইয়ের শিক্ষা দিয়ে গেছেন খালেদা জিয়া: জোনায়েদ সাকি Jan 12, 2026
img
আদালতের রায়ে স্বস্তি সাইফ আলি খানের Jan 12, 2026
img
মাতারবাড়ি তাপবিদ্যুৎ কেন্দ্রে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৪ ইউনিট Jan 12, 2026
img
তারেক রহমানের সঙ্গে মাহমুদুর রহমান মান্নার সাক্ষাৎ Jan 12, 2026
img
চিন্তাশীল নাগরিক ছাড়া কোনো সমাজ এগোতে পারে না: শিক্ষা উপদেষ্টা Jan 12, 2026
img
রেটিং দাবায় চ্যাম্পিয়ন মনন রেজা নীড় Jan 12, 2026
img
ময়মনসিংহে জাপার ২ শতাধিক নেতা-কর্মীর বিএনপিতে যোগদান Jan 12, 2026