যতই বলা হোক সম্পর্ক নেই, বলিপাড়ার অন্দরে কান পাতলেই শোনা যাচ্ছে অন্য সুর। নাদিম নাজ ও মাহী বিজকে ঘিরে চলা জল্পনায় এ বার নতুন করে আগুনে ঘি ঢাললেন সলমন খানের বোন অর্পিতা খান শর্মা। সমাজমাধ্যমে তাঁর একটি মন্তব্যই যেন নতুন করে আলোচনার কেন্দ্রে এনে দাঁড় করাল নাদিম-মাহী প্রসঙ্গ।
সম্প্রতি সলমন খানের ঘনিষ্ঠ বন্ধু ও ব্যবসার অংশীদার নাদিম নাজের জন্মদিনে মাহী বিজ যে আবেগঘন বার্তা দিয়েছিলেন, তা নিয়েই শুরু হয়েছিল বিতর্ক। সেই পোস্ট ঘিরেই নেটদুনিয়ায় প্রশ্ন ওঠে জয় ভানুশালি ও মাহীর দীর্ঘ দাম্পত্য ভাঙনের নেপথ্যে নাদিমের ভূমিকা নিয়ে। যদিও মাহী আগেই স্পষ্ট করেছেন, নাদিম তাঁর বহুদিনের বন্ধু ছাড়া আর কিছু নন।
এই আবহেই সমাজমাধ্যমে নাদিমের পাশে দাঁড়ালেন অর্পিতা খান শর্মা। তিনি লিখেছেন, কেউ যদি কাউকে পছন্দ করেই ফেলে, তাতে এত প্রশ্ন কেন। তাঁর প্রশ্ন, নাদিমের মতো একজন মানুষকেও যদি কাঠগড়ায় তোলা হয়, তবে সমাজ কোন দিকে এগোচ্ছে। অর্পিতার এই মন্তব্য ঘিরেই নতুন করে উত্তাল নেটপাড়া। কারণ সাধারণত পরিবারের বাইরে খুব কম ক্ষেত্রেই প্রকাশ্যে কারও হয়ে কথা বলতে দেখা যায় তাঁকে।
নাদিম-মাহীর সম্পর্ক নিয়ে আলোচনার আরও একটি কারণ জয় ও মাহীর কন্যা তারা। ছোট্ট তারা নাদিমকে ‘আব্বা’ বলে ডাকে, যা নিয়েই সবচেয়ে বেশি বিতর্ক তৈরি হয়েছে। সদ্য বিচ্ছেদের পরেও মাহী নাদিমকে উদ্দেশ করে ভালোবাসার কথা লিখেছিলেন, যা অনেকের চোখে সন্দেহ আরও বাড়িয়ে তোলে।
তবে মাহীর পাশে দাঁড়িয়েছেন ছোটপর্দার অভিনেত্রী অঙ্কিতা লোখন্ডে। তাঁর দাবি, নাদিম তাঁদের পরিবারেরই একজন। বিচ্ছেদের পরেও জয় ভানুশালিও প্রকাশ্যে মাহীর পাশে দাঁড়িয়ে সমর্থন জানিয়েছেন। সমাজমাধ্যমে তিনি স্পষ্ট করেছেন, বন্ধুত্বকে বিকৃতভাবে ব্যাখ্যা করা একেবারেই অনুচিত।
নিজের বিরুদ্ধে ওঠা কটাক্ষে চুপ থাকেননি মাহী বিজও। একটি ভিডিওবার্তায় তিনি স্পষ্ট ভাষায় বলেন, নাদিম তাঁর অন্যতম সেরা বন্ধু এবং আজীবন তাই থাকবেন। ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, ‘আব্বা’ শব্দটাকেও যাঁরা নোংরা করে তুলেছেন, তাঁদের লজ্জা হওয়া উচিত। অভিনেত্রীর প্রশ্ন, খুব কাছের বন্ধুকে ভালোবাসি বলা কি অপরাধ।
সব মিলিয়ে নাদিম-মাহী বন্ধুত্ব ঘিরে বিতর্ক এখন আর শুধু গুঞ্জনের মধ্যেই সীমাবদ্ধ নেই। সলমনের পরিবারের সদস্যের প্রকাশ্য সমর্থনে এই আলোচনা নতুন মাত্রা পেল বলেই মনে করছেন বলিপাড়ার একাংশ।
এমকে/টিএ