শাহিদ কাপুরের ভয়ংকর লুক ও বিশাল ভরদ্বাজের পরিচালনায় নির্মিত সিনেমা ‘ও’ রোমিও’ এরই মধ্যে আলোচনার কেন্দ্রবিন্দুতে। তবে প্রকাশিত টিজারে দর্শকের বিশেষ নজর কেড়েছেন বলিউডের প্রতিভাবান অভিনেত্রী তৃপ্তি দিমরি।
শাহিদের বিপরীতে নারী প্রধান চরিত্রে দেখা যাবে তাকে, যার উপস্থিতি গল্পে প্রেম, যন্ত্রণা ও রহস্যের নতুন মাত্রা যোগ করেছে। শুক্রবার পোস্টার প্রকাশের পর টিজার মুক্তি পেতেই দর্শকদের মধ্যে কৌতূহল বেড়েছে তৃপ্তি দিমরির চরিত্র ঘিরে। টিজারে স্বল্প উপস্থিতিতে তার চোখে-মুখে ফুটে উঠেছে গভীর আবেগ, নীরব যন্ত্রণা ও ভালোবাসার ছাপ—যা পুরো গল্পের আবেগি কেন্দ্রবিন্দু বলেই ধারণা করা হচ্ছে।

বিশাল ভরদ্বাজের নতুন এই শেকসপিয়র-অনুপ্রাণিত প্রেমকাহিনিতে তৃপ্তি দিমরিকে দেখা যাবে এক নির্যাতিত প্রেমিকার চরিত্রে, যার ভালোবাসাই নায়ককে প্রতিশোধের পথে ঠেলে দেয়। টিজারের ইঙ্গিত অনুযায়ী, এ সম্পর্কই শাহিদ কাপুর অভিনীত চরিত্রের ভাঙন, উন্মত্ততা ও প্রতিহিংসার মূল কারণ।
‘বুলবুল’, ‘কলা’ ও ‘কিউএলএম’-এর মতো ভিন্নধর্মী চরিত্রে অভিনয়ের মাধ্যমে এরই মধ্যে নিজেকে শক্তিশালী অভিনেত্রী হিসেবে প্রতিষ্ঠিত করেছেন তৃপ্তি দিমরি। ‘ও’ রোমিও’ তার ক্যারিয়ারের আরেকটি গুরুত্বপূর্ণ ও চ্যালেঞ্জিং প্রজেক্ট হতে যাচ্ছে বলে মনে করছেন সিনেমা বিশ্লেষকরা।
এটি শাহিদ কাপুর ও বিশাল ভরদ্বাজের চতুর্থ যৌথ প্রজেক্ট। ছবিতে আরও অভিনয় করেছেন অবিনাশ তিওয়ারি, ফরিদা জালাল, নানা পাটেকার ও দিশা পাটানি। সিনেমাটি মুক্তি পাওয়ার কথা রয়েছে ১৩ ফেব্রুয়ারি ২০২৬।
আইকে/টিএ