কক্সবাজারের মহেশখালীতে অবস্থিত মাতারবাড়ি তাপ বিদ্যুৎকেন্দ্রে লাগা আগুন প্রায় আড়াইঘণ্টা পর নিয়ন্ত্রণে এসেছে।
সোমবার (১২ জানুয়ারি) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে মহেশখালী ও চকরিয়া ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এর আগে, ৯টা ১৫ মিনিটের দিকে আগুনের সূত্রপাত হয় স্ক্র্যাপের ভাগাড়ে। তারপর আগুনের লেলিহান শিখা আশপাশে ছড়িয়ে পড়ে।
মহেশখালী ফায়ারসার্ভিস এন্ড সিভিল ডিফেন্স স্টেশন কর্মকর্তা (ভারপ্রাপ্ত) রাম প্রসাদ সেন বলেন, তাপ বিদ্যুৎকেন্দ্রের স্ক্র্যাপ ইয়ার্ডে আগুন লেগেছিল। আগুন নিয়ন্ত্রণে আনতে আমাদের দুটি ইউনিট কাজ করেছে। আগুন এখন পুরোপুরি নিয়ন্ত্রণে।
আগুনের খবর ছড়িয়ে পড়লে স্থানীয় বাসিন্দাদের মধ্যে ভয়ের শঙ্কা সৃষ্টি হয়, ফলে বিদ্যুৎকেন্দ্রের পার্শ্ববর্তী অনেক পরিবার নিরাপত্তার কারণে বাড়িঘর থেকে বেরিয়ে আসেন।
বঙ্গোপসাগরের কূল ঘেঁষে মাতারবাড়ীতে নির্মিত ১ হাজার ২০০ মেগাওয়াট ধারণক্ষমতার এই তাপ বিদ্যুৎকেন্দ্রটি একটি কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র।
এমআর/টিএ