বাংলা সিনেমার ইতিহাসে শিশু-কিশোরদের জন্য নির্মিত হাতে গোনা যে কটি চলচ্চিত্র আজও দর্শকের স্মৃতিতে উজ্জ্বল হয়ে আছে, ‘দীপু নাম্বার টু’ তাদের অন্যতম। বন্ধুত্ব, সাহস আর অভিযানের গল্প নিয়ে নির্মিত এই সিনেমাটি ১৯৯৬ সালে মুক্তির পরই ব্যবসাসফল ছবি হিসেবে জায়গা করে নেয়। সমালোচকদের প্রশংসার পাশাপাশি টেলিভিশনে প্রচারের পর ছোট পর্দার দর্শকের কাছেও সমান জনপ্রিয়তা পায় ছবিটি।
মুহম্মদ জাফর ইকবালের জনপ্রিয় কিশোর উপন্যাস অবলম্বনে সিনেমাটি নির্মাণ করেছিলেন প্রয়াত নির্মাতা মোরশেদুল ইসলাম। উপন্যাসের নামেই ছবির নাম রাখা হয়। দীর্ঘদিন পর সেই স্মৃতিময় সিনেমাটি আবারও বড় পর্দায় দেখার সুযোগ পাচ্ছেন দর্শকরা।
নারায়ণগঞ্জের সিনেস্কোপ প্রেক্ষাগৃহে পুনরায় প্রদর্শিত হচ্ছে ‘দীপু নাম্বার টু’। সিনেস্কোপের নির্বাহী পরিচালক রবি জানান, গত ৯ জানুয়ারি শুক্রবার থেকে সিনেমাটির প্রদর্শনী শুরু হয়েছে, যা চলবে আগামী ১৫ জানুয়ারি বৃহস্পতিবার পর্যন্ত। তিনি বলেন, এ সময় শিশুদের স্কুলের পড়াশোনার চাপ তুলনামূলক কম থাকে, তাই বাবা-মায়ের সঙ্গে এসে যেন তারা সিনেমাটি উপভোগ করতে পারে, সেই চিন্তা থেকেই ছবিটি আবার চালানো হয়েছে।
সিনেমার গল্প আবর্তিত হয়েছে অষ্টম শ্রেণিতে পড়ুয়া কিশোর দীপুকে ঘিরে। বাবার সরকারি চাকরির সুবাদে দেশের বিভিন্ন জেলায় থাকতে হয় দীপুর পরিবারকে। ফলে স্কুল বদলের সঙ্গে সঙ্গে বদলায় দীপুর বন্ধুরাও। প্রতিবার নতুন জায়গায় যাওয়ার আগে পুরোনো বন্ধুদের ছেড়ে যাওয়ার কষ্ট তাকে স্পর্শ করে।
তবে দীপুর জীবনে তার বাবাই সবচেয়ে বড় ভরসা। বাবার বদলির কারণে পাহাড়ি অঞ্চলে এসে নতুন একটি স্কুলে ভর্তি হয় সে। সেখানে তারেক নামের এক সহপাঠীর সঙ্গে শুরুতে ঝগড়া ও মারামারি হলেও ধীরে ধীরে সেই সম্পর্ক গড়ায় বন্ধুত্বে। এরপর দীপু, তারেক এবং তাদের বন্ধুরা জড়িয়ে পড়ে এক রোমাঞ্চকর অভিযানে। তারা একসঙ্গে ধরে ফেলে একটি মূর্তি পাচারকারী চক্র।
সিনেমায় দীপু চরিত্রে অভিনয় করেছিলেন অরুণ সাহা। তার সাবলীল অভিনয় দর্শক ও সমালোচকদের প্রশংসা কুড়ায়। এই চরিত্রে অভিনয়ের জন্য তিনি সেরা শিশু শিল্পী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান। এছাড়া বুলবুল আহমেদ, ববিতা, আবুল খায়ের, গোলাম মুস্তাফা, শুভাশীষসহ আরও অনেক গুণী শিল্পীর অভিনয় ছবিটিকে সমৃদ্ধ করেছে। সংগীত পরিচালনা করেন কিংবদন্তি সুরকার সত্য সাহা। এই ছবির জন্য বুলবুল আহমেদও সেরা পার্শ্ব চরিত্রের অভিনেতা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত হন।
দীর্ঘ সময় পর বড় পর্দায় ফিরে আসা ‘দীপু নাম্বার টু’ নতুন প্রজন্মের শিশু-কিশোরদের পাশাপাশি পুরোনো দর্শকদের মাঝেও নস্টালজিয়ার আবেশ ছড়াচ্ছে।
এমকে/টিএ