২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হবার আগে দুঃসংবাদ পেল যুক্তরাষ্ট্র ক্রিকেট দল। আসন্ন এই মেগা ইভেন্টের জন্য পাকিস্তান বংশোদ্ভূত মার্কিন পেসার আলী খানকে ভিসা দিতে অস্বীকার করেছে ভারত সরকার।
পাকিস্তানের পাঞ্জাবে জন্ম নেয়া ৩৫ বছর বয়সী এই ফাস্ট বোলার নিজেই মঙ্গলবার (১৩ জানুয়ারি) সামাজিক মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন। নিজের ছবিসহ ইনস্টাগ্রাম স্টোরিতে তিনি ক্যাপশন দেন, 'ভারতের ভিসা প্রত্যাখ্যান করা হয়েছে, তবে কেএফসিতেই জয়।' যদিও এই সিদ্ধান্তের পেছনে নির্দিষ্ট কোনো কারণ এখনও আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি।
যুক্তরাষ্ট্রের হয়ে আলী খান এ পর্যন্ত ১৫টি ওয়ানডে এবং ১৮টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। বিশ্বের বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগেও নিয়মিত মুখ তিনি। আইএলটি-টোয়েন্টিতে আলি আবুধাবি নাইট রাইডার্স এবং গালফ জায়ান্টসের হয়ে খেলেছেন। আইপিএলে কলকাতা নাইট রাইডার্স হ্যারি গার্নির বদলি হিসেবে তাকে দলে নিলেও কোনো ম্যাচ খেলার সুযোগ পাননি তিনি।
ভিসা জটিলতার কারণে দলের এই প্রধান পেসারকে ছাড়াই হয়তো মুম্বাইয়ের মাটিতে ভারতের মুখোমুখি হতে হবে যুক্তরাষ্ট্রকে।
এসকে/টিএ