দিন কয়েক আগেই নিজের মুখে বিয়ের ইঙ্গিত দিয়ে অনুরাগীদের কৌতূহল বাড়িয়েছিলেন শ্রদ্ধা কাপুর। এবার সেই জল্পনাই নতুন মোড় নিচ্ছে। বলিউডে কান পাতলে শোনা যাচ্ছে, ছাব্বিশ সালেই নাকি বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন শক্তিকন্যা। পাত্র হিসেবে উঠে আসছে বহুদিনের প্রেমিক রাহুল মোদির নাম। সবকিছু ঠিকঠাক থাকলে রাজস্থানের উদয়পুরেই রাজকীয় আয়োজনে সাতপাক ঘোরার সম্ভাবনা রয়েছে নায়িকার।
শ্রদ্ধা ও রাহুলের সম্পর্ক নতুন নয়। প্রায় এক বছর ধরে তাঁদের একসঙ্গে দেখা গেছে কফিশপ, রেস্তোরাঁ, সিনেমার প্রিমিয়ার ও তারকাখচিত পার্টিতে। পাপারাজ্জিদের ক্যামেরায় ধরা পড়েছে সেই মুহূর্তগুলো, যা নিয়ে বলিপাড়ায় কম আলোচনা হয়নি। যদিও শুরুতে অনেকেই অবাক হয়েছিলেন শ্রদ্ধার প্রেমিককে দেখে, তবে ধীরে ধীরে রাহুল মোদির পরিচিতি স্পষ্ট হয়েছে ইন্ডাস্ট্রিতে।
সহকারী পরিচালক হিসেবে কাজ করার পাশাপাশি গল্পকার হিসেবেও রাহুল মোদির নাম রয়েছে একাধিক জনপ্রিয় সিনেমার সঙ্গে। ‘প্যার কা পঞ্চনামা টু’ কিংবা ‘সোনু কে টিটু কি সুইটি’র মতো সফল ছবির সঙ্গে যুক্ত ছিলেন তিনি। কাজের সুবাদেই বন্ধুত্ব, সেখান থেকেই প্রেম এমনটাই বলিপাড়ার অন্দরমহলের দাবি।
সাম্প্রতিক গুঞ্জন অনুযায়ী, উদয়পুরের কোনো ঐতিহ্যবাহী প্রাসাদে বসতে পারে বিয়ের আসর। আয়োজন হবে সম্পূর্ণ ঐতিহ্যবাহী রীতিতে। যদিও এখনো পর্যন্ত শ্রদ্ধা বা রাহুল কেউই আনুষ্ঠানিকভাবে বিয়ের খবর ঘোষণা করেননি। সবকিছুই আপাতত কানাঘুষোর স্তরেই রয়েছে।
তবু শক্তি কাপুরের পরিবারে যে বড় কোনো সুখবর আসতে চলেছে, তা নিয়ে বলিউড বেশ আশাবাদী। শ্রদ্ধার ব্যক্তিগত জীবন নিয়ে সাধারণত নীরব থাকলেও এবার তার কথাবার্তা আর আশপাশের ইঙ্গিত মিলিয়ে জল্পনা আরও জোরালো হচ্ছে। সত্যিই কি মোদি পরিবারের সদস্য হতে চলেছেন শ্রদ্ধা কাপুর? নাকি এ সবই শুধুই গুঞ্জন সে উত্তর সময়ই দেবে।
এমকে/টিএ