রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার বোন শেখ রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিক ও আজমিনা সিদ্দিকসহ ১৮ জনের বিরুদ্ধে করা আরও একটি মামলার রায়ের দিন আগামী ২ ফেব্রুয়ারি ধার্য করেছেন আদালত।
আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) মামলার যুক্তিতর্ক শুনানি শেষে ঢাকার বিশেষ জজ-৪ আদালত এ রায়ের দিন নির্ধারণ করেন।
আজমিনা সিদ্দিক ও টিউলিপসহ ১৮ জনকে অবৈধভাবে রাজউকের প্লট বরাদ্দের মামলায় আজ উভয়পক্ষের যুক্তিতর্ক অনুষ্ঠিত হয়। এ আদালতে শেখ হাসিনার বিরুদ্ধে একই ধারায় আরেকটি মামলায় তদন্ত কর্মকর্তার অবশিষ্ট সাক্ষ্যগ্রহণ অনুষ্ঠিত হয়।
নিয়ম বহির্ভূতভাবে শেখ রেহানার ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক ববিকে প্লট বরাদ্দের অভিযোগে মামলাটি করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
ক্ষমতার অপপ্রয়োগ করে শেখ হাসিনা পূর্বাচল নতুন শহর প্রকল্পে নিজের ও পরিবারের নামে ৬০ কাঠা জমি নেয়ার অভিযোগে ৬টি মামলা করে দুদক। এর মধ্যে ৪টি মামলায় শেখ হাসিনাসহ অন্য আসামিদের বিভিন্ন মেয়াদে সাজা দেয়া হয়েছে।
এসকে/টিএ