ম্যানচেস্টার ইউনাইটেডের নতুন কোচ হিসেবে দায়িত্ব পেয়েছেন মাইকেল ক্যারিক। তিনি ১২ মৌসুম রেড ডেভিলসদের হয়ে খেলেছেন। পাঁচটি প্রিমিয়ার লিগের পাশাপাশি একটি চ্যাম্পিয়ন্স লিগ জিতেছেন। চ্যাম্পিয়নশিপের দল মিডলসবার্গে হেড কোচের দায়িত্ব নিয়ে ভালো কাজ করেছেন। চাকরি হারানো রুবেন আমোরিমের স্থলাভিষিক্ত হলেন ক্যারিক।
সাবেক ডিফেন্সিভ মিডফিল্ডার ক্যারিক সহকারী কোচ হিসেবে ওলে গুনার শুলসার এবং হোসে মরিনহোর সময় ম্যানইউতে কাজ করেছেন। এমনকি শুলসার চাকরি হারানোর পরের পাঁচ ম্যাচে ম্যানচেস্টারের ক্লাবটির ডাগ আউটে দাঁড়ানোর অভিজ্ঞতা আছে তার। চার জয়ের সঙ্গে দল ড্র করেছিল অন্য ম্যাচে।
আগামী ১৭ জানুয়ারি পরবর্তী ম্যাচ খেলতে নামবে ম্যানইউ। ঘরের মাঠে ক্যারিকের প্রথম পরীক্ষার নাম পেপ গার্দিওলার ম্যানচেস্টার সিটি। তাকে দায়িত্ব দিয়ে বলা হয়েছে- মৌসুম শেষে মূল্যায়ন করা হবে। ভালো করলে স্থায়ী নিয়োগ দেওয়া হবে।
ক্যারিক এরই মধ্যে কোচিং প্যানেল সাজিয়ে নিয়েছেন। অভিজ্ঞ স্টিভ হালান্ডকে সহকারী কোচ হিসেবে কোচিং স্টাফে যুক্ত করেছেন। তিনি গ্যারেথ সাউথগেটের অধীনে ইংল্যান্ড জাতীয় দলের সহকারী কোচের দায়িত্ব পালন করেছেন।
ইউনাইটেডের ড্রেসিংরুম সম্পর্কে ভালো ধারণা রাখা এবং ক্যারিকের পরিচিত জনি ইভান্সকে রাখা হয়েছে কোচিং প্যানেলে। অন্য সহকারী কোচ ম্যানইউ’তে কাজ করা ট্রাভিস বিন্নিয়ন। সঙ্গে ক্যারিক সঙ্গে নিয়ে আসছেন তার মিডলসবার্গের সতীর্থ জোনাথন উডগেটকে। তিনি রিয়াল মাদ্রিদে কাজ করার অভিজ্ঞতাসম্পন্ন। স্প্যানিশ জানায় খেলোয়াড়দের সঙ্গে যোগাযোগ সুবিধার্থে তাকে বেছে নেওয়া হয়েছে।
ক্যারিকের নিয়োগকে ইতিবাচকভাবে দেখছেন মাইকেল ওয়েন এবং ওয়েন রুনি। ওয়েন জানিয়েছেন, ম্যানইউ-তে এর আগে ক্যারিক কাজ করে যাওয়ায় তার জন্য সুবিধা হবে। তার কোচিং দর্শন ও মিডলসবার্গে কাজের অভিজ্ঞতার প্রশংসা করেছেন ওয়েন। ক্যারিকের ম্যানইউ’র ডাগ আউটে দাঁড়ানোকে ইতিবাচকভাবে দেখছেন রুনিও। ডাক পেলে ক্যারিকের সহকারী কোচ হতে আপত্তি নেই বলেও জানান রুনি। আপাতত ওই সুযোগ পাচ্ছেন না তিনি।
এমআই/টিএ