বিএনপির সদ্য প্রয়াত চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রাজনৈতিক শিক্ষা সারাজীবন বয়ে চলার অঙ্গীকার করেছেন দলের ঢাকা জেলা শাখার সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমি।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) সকালে রাজধানীর শেরেবাংলা নগরে জিয়া উদ্যানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং খালেদা জিয়ার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে এই অঙ্গীকারের কথা জানান তিনি।
ব্যারিস্টার ইরফান ইবনে আমান বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আমান উল্লাহ আমানের ছেলে।
ইরফান ইবনে আমান অমি বলেন, ‘বেগম খালেদা জিয়া ছিলেন বাংলাদেশের মানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতীক। সেজন্য পতিত ফ্যাসিবাদী আওয়ামী সরকার মিথ্যা-সাজানো মামলা দিয়ে তাকে হয়রানি করেছে। তাকে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে। উনি (খালেদা জিয়া) একটা কথা বলেছিলেন যে, এই দেশ ছেড়ে আমি যাব না-এই দেশই আমার ঠিকানা। উনি আরও বলেছিলেন ফ্যাসিবাদের হাতে গোলামির জিঞ্জির এবং আমাদের হাতে স্বাধীনতার পতাকা। এ জন্যই তার জানাজায় লাখ লাখ লোক হয়েছিল।’
তিনি আরও বলেন, ‘উনি চিরকাল ছিলেন, আছেন এবং সব সময়েই থাকবেন আমার, আমাদের ও জাতির গণতন্ত্রের মা হিসেবে। তার এই ঐতিহাসিক যাত্রায় সামান্য সঙ্গী হতে পেরে আমি গর্বিত এবং আল্লাহ-তায়ালার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। তার শিক্ষা, রাজনৈতিক শিক্ষা সারাজীবন আমি বয়ে চলব।’
এসএস/টিএ