জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তার দেওয়া সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল শুনানির চতুর্থ দিনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর দুই প্রার্থী তাদের প্রার্থিতা ফিরে পেয়েছেন। অন্যদিকে বিএনপির এক প্রার্থীর আবেদন না মঞ্জুর করে নির্বাচন কমিশন (ইসি)।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) নির্বাচন ভবনের অডিটরিয়ামে শুনানিতে এমন রায় দেয় সংস্থাটি। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে শুনানিতে অন্য নির্বাচন কমিশনাররাও অংশ নেন।
শুনানিতে যশোর-৪ আসনের বিএনপি মনোনীত প্রার্থী টি এস আইয়ুবের আপিল আবেদন ঋণ খেলাপির অভিযোগে না মঞ্জুর করে ইসি। ফলে হাইকোর্টের আদেশ ছাড়া তিনি আর নির্বাচন করতে পারবেন না।
অন্যদিকে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্ত বাতিল করে ঢাকা-২ আসনে জামায়াতের প্রার্থী কর্নেল (অব.) মোহাম্মদ আবদুল হকের মনোনয়নপত্র এবং কুমিল্লা-৩ আসনে জামায়াতের প্রার্থী মো. ইউসুফ সোহেল প্রার্থিতা ফিরিয়ে দিয়েছে নির্বাচন কমিশন। এর আগে বাছাইয়ে ঋণ খেলাপের অভিযোগে আবদুল হকের মনোনয়নপত্র এবং পরিপূর্ণ তথ্য না থাকায় ইউসুফ সোহেলের প্রার্থিতা বাতিল করেছিলেন রিটার্নিং কর্মকর্তারা।
চারদিনের আপিলে মোট ২৫৩ জন প্রার্থী তাদের প্রার্থিতা ফিরে পেয়েছেন।
ইউটি/টিএ