বলিউডের জনপ্রিয় গায়ক ও র্যাপার বাদশা সম্প্রতি উত্তপ্ত আলোচনার মধ্যে উঠে এসেছেন। ১৩ জানুয়ারি তিনি উত্তরপ্রদেশের গোরখপুর মহোৎসবে অংশ নেন। অনুষ্ঠানের পরদিন, অর্থাৎ ১৪ জানুয়ারি, তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সঙ্গে সাক্ষাৎ করেন। এই সাক্ষাতের পর বাদশা জানান, তিনি এক অদ্ভুত শান্তি অনুভব করেছেন।
বাদশা বলেন, “আজ যোগী আদিত্যনাথের সঙ্গে দেখা করার পরে অদ্ভুত এক শান্তি পেলাম। ওঁর চেহারায় একটা আলাদা জ্যোতি রয়েছে। ওই তেজ, জ্যোতি আসে ভিতরের স্থিরতা থেকেই। অত্যন্ত শান্ত-সহজ, সাদাসিধে মানুষ। পশুপাখিদের জন্য যেমন ভালোবাসা রয়েছে, তেমনই মানুষের প্রতি রয়েছে দয়া ও করুণা। ওঁর জীবনের একটাই উদ্দেশ্য, নিজের দেশের সেবা করা, নিজের ধর্মের রক্ষা করা, নিজের মানুষদের জন্য আত্মত্যাগ।”
তিনি আরও যোগ করেন, “যাঁরা ওঁকে ভয়ের চোখে দেখেন, তাঁরা ওঁর ভিতরের প্রকৃত শক্তি দেখতে পান না। কাছ থেকে দেখলে বোঝা যায়, তাঁর সবথেকে বড় শক্তি রাজনীতি নয় বরং মানুষের প্রতি সমবেদনা।”
কালো প্যান্ট ও শার্ট পরে, চোখে কালো রোদচশমা দিয়ে বাদশা সাক্ষাতের জন্য উপস্থিত হন। সঙ্গে বিশাল একটি পুষ্পস্তবকও নেন। এই আচমকা সাক্ষাৎ নিয়েই গায়ককে রাজনীতিতে দেখা যাবে কি না, তা নিয়ে নানা প্রশ্ন উঠেছে। তবে বাদশা এ বিষয়ে এখনও নিশ্চিত কোনো মন্তব্য করেননি।
এমকে/টিএ