কক্সবাজারের চকরিয়ায় একটি বিদেশি পিস্তল ও ১ রাউন্ড গুলিসহ এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১৪ জানুয়ারি) জেলা পুলিশের গণমাধ্যম মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার অলক বিশ্বাস এ তথ্য জানান।
তিনি বলেন, মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১০টার দিকে গোপন সূত্রে প্রাপ্ত সংবাদের ভিত্তিতে চকরিয়া পৌরসভার ৭নং ওয়ার্ডের মধ্যম পালাকাটা কালাচাঁন পাড়ায় অভিযান চালিয়ে অস্ত্র ও গুলি সংগ্রহ করে বিক্রয়ের উদ্দেশে মজুদ রাখার অভিযোগে খুরশিদা বেগম নামের এক নারীকে আটক করা হয়।
তিনি আরও বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই নারী স্বীকার করেন তার মেয়ের জামাই বাপ্পীর বসতঘরে অস্ত্র রাখা আছে, পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে পালাকাটা ইমাম উদ্দিন পাড়ায় বাপ্পীর বসতঘরে তল্লাশি চালিয়ে ১টি বিদেশি পিস্তল ও ১ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
আটক খুরশিদা বেগম (৩৬) পালাকাটার মো. নুরুল হকের স্ত্রী। তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার।
এসএস/টিএ