ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে করা আপিলে প্রার্থিতা ফিরে পেয়েছেন স্বতন্ত্র প্রার্থী হাসিনা খান চৌধুরী। তিনি ময়মনসিংহ-৯ (নান্দাইল) আসনে নির্বাচনে অংশ নিচ্ছেন। আজ বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সকালে শুনানি শেষে হাসিনার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করে নির্বাচন কমিশন (ইসি)।
বৃহস্পতিবার সকাল ১০টায় শুরু হওয়া এ শুনানিতে স্থানীয় পর্যায়ে মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে আপিল করা প্রার্থী ও তাঁর প্রতিনিধিরা অংশ নিচ্ছেন।
এতে অংশ নেওয়া যাবে বিকেল ৫টা পর্যন্ত। রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন কার্যালয়ে এ শুনানি অনুষ্ঠিত হচ্ছে।
জানা যায়, ময়মনসিংহ-৯ (নান্দাইল) আসনে মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন মোট ১০ জন। তাঁরা হলেন বিএনপি মনোনীত প্রার্থী উপজেলা বিএনপির আহ্বায়ক ইয়াসের খান চৌধুরী, খেলাফত মজলিস মনোনীত প্রার্থী শামছুল ইসলাম রাহমানী, জামায়াত নেতৃত্বাধীন জোটের প্রার্থী বিডিপির চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম চান, ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী মুফতি সাইদুর রহমান, গণফেরাম থেকে লুৎফুর বারী হামীম এবং জাতীয় পার্টি থেকে হাসমত মাহমুদ তারিক।
অপরদিকে, স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেন বিএনপির মনোনয়ন বঞ্চিত মামুন বিন আব্দুল মান্নান, বিএনপির সাবেক সংসদ সদস্য খুররম খান চৌধুরীর স্ত্রী হাসিনা খান চৌধুরী, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অঙ্গ সংগঠন পর্যটন লীগ সভাপতি এ আর খান এবং স্বতন্ত্র প্রার্থী পিন্টু চন্দ্র বিশ্বসর্মা। তাঁদের মধ্যে যাচাই-বচাইয়ের দিনে হাসিনা খান চৌধুরীসহ মোট পাঁচজনের মনোনয়নপত্র বাতিল হয়।
বাতিল হওয়া ওই প্রার্থীরা হলেন মামুন বিন আব্দুল মান্নান, হাসিনা খান চৌধুরী, পর্যটন লীগ সভাপতি এ আর খান ও পিন্টু চন্দ্র বিশ্বসর্মা। বাতিলের কারণ ছিল মোট ভোটারের শতকরা এক ভাগ নিয়ে জঠিলতা।
নির্বাচন কমিশনে গত ৫ জানুয়ারি আপিল গ্রহণ শুরু হয়ে ৯ জানুয়ারি (শুক্রবার) শেষ হয়।
হাসিনা খান চৌধুরী ময়মনসিংহ-৯ (নান্দাইল) আসনে তিনবার ও পাশের ঈশ্বরগঞ্জ আসনে একবারের সাবেক সংসদ সদস্য খুররম খান চৌধুরীর স্ত্রী।
এমকে/এসএন