‘দ্য ব্লাফ’র প্রথম ঝলকে একেবারে ভিন্ন ও ভয়ংকর রূপে দেখা গেছে প্রিয়াঙ্কা চোপড়াকে। এরপর থেকেই ছবিটি নিয়ে ভক্তদের আগ্রহ তুঙ্গে। এবার প্রকাশ পেল ‘দ্য ব্লাফ’র অফিসিয়াল ট্রেলার।
বুধবার (১৫ জানুয়ারি) প্রাইম ভিডিও তাদের ইউটিউব চ্যানেলে ‘দ্য ব্লাফ’র ট্রেলার প্রকাশ করে।
অ্যাকশনে ঘেরা এই ট্রেলারে দেখা যায়, প্রিয়াঙ্কা চোপড়া মেয়েকে রক্ষা করতে প্রাণপণ লড়াই করছেন। কার্ল আরবানের নেতৃত্বে একদল লোক তাদের পিছু নেয়। মেয়েকে বাঁচাতে প্রিয়াঙ্কাকে দেখা যায় খালি হাতে, ছুরি, পাথর ও তলোয়ার হাতে নির্মমভাবে প্রতিপক্ষের মোকাবিলা করতে। ট্রেলারজুড়ে তীব্র সংঘর্ষের পাশাপাশি একজন মায়ের আবেগঘন মুহূর্তও তুলে ধরা হয়েছে।
রুক্ষ ও শক্তিশালী অবতারে প্রিয়াঙ্কা অভিনয় করেছেন ‘ব্লাডি মেরি’ নামের জলদস্যুর চরিত্রে। একসময় ‘ব্লাডি মেরি’ নামে পরিচিত এই ভয়ংকর জলদস্যু নিজের নিষ্ঠুর দল ছেড়ে পালিয়ে কেম্যান দ্বীপপুঞ্জে নতুন জীবন শুরু করেন। কিন্তু অতীত তাকে ছাড়ে না। পুরোনো দল তার পিছু নেয়। তাকে আবার মুখোমুখি হতে হয় সেই হিংস্র জগতের যেখান থেকে সে পালিয়ে এসেছিল।
ট্রেলার প্রকাশের পর সোশ্যাল মিডিয়ায় দুর্দান্ত অ্যাকশন দৃশ্যের জন্য নেটিজেনদের প্রশংসায় ভাসছেন প্রিয়াঙ্কা। এক ভক্ত লেখেন, ‘পশ্চিমা সিনেমায় প্রিয়াঙ্কা অবশেষে তার প্রাপ্য স্বীকৃতি পাচ্ছেন।’ আরেকজন মন্তব্য করেন, ‘প্রিয়াঙ্কার অ্যাকশন দৃশ্যগুলো দুর্দান্ত।’
উল্লেখ্য, এক সাক্ষাৎকারে প্রিয়াঙ্কা চোপড়া ‘দ্য ব্লাফ’ নিয়ে জানান, ‘ছবিটি জলদস্যুদের বাস্তব জীবন তুলে ধরার চেষ্টা করা হয়েছে। ১৭০০ শতকের জলদস্যুদের জীবন কেমন ছিল তা দেখানোই এই ছবির লক্ষ্য। বাস্তব জলদস্যুদের জীবন নিয়ে গবেষণা করাও তার কাছে ছিল দারুণ অভিজ্ঞতা।’
অ্যামাজন এমজিএম স্টুডিওসের প্রযোজনায় নির্মিত ‘দ্য ব্লাফ’। ছবিটি পরিচালনা করেছেন ফ্র্যাঙ্ক ই ফ্লাওয়ার্স। ছবিতে প্রিয়াঙ্কা চোপড়া ও কার্ল আরবানের পাশাপাশি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন তেমুয়েরা মরিসন, ইসমাইল ক্রুজ কর্ডোভা, সাফিয়া ওকলি গ্রিন, জ্যাক মরিস, ডেভিড ফিল্ড ও ভেদান্তেন নাইডু।
ছবিটি আগামী ২৫ ফেব্রুয়ারি বিশ্বব্যাপী প্রাইম ভিডিওতে মুক্তি পাবে।
টিজে/টিএ