বলিউডে আবারও জল্পনা ছড়িয়েছে দিশা পাটানী এবং পাঞ্জাবি গায়ক তলবিন্দর সিংহ সিদ্ধুর সঙ্গে সম্পর্ক নিয়ে। সম্প্রতি নূপুর স্যাননের বিয়ের অনুষ্ঠানে দিশার উপস্থিতি এবং তলবিন্দরের সঙ্গে তার সম্ভাব্য সংযোগকে কেন্দ্র করে নেটিজেনদের মধ্যে নতুন আলোচনা শুরু হয়েছে।
এর মধ্যেই তলবিন্দরের প্রাক্তন প্রেমিকা সনী কৌরের একটি মন্তব্য সবুজ বাতাসের মতো ছড়িয়ে পড়েছে। তিনি লিখেছেন, “শুধু এইচআইভি বা এসটিআই নয়, কিছু মানুষ জীবনে দুর্ভাগ্য ও অভিশাপও নিয়ে আসে। তাই কার সঙ্গে শয্যা ভাগ করছেন, সে বিষয়ে সতর্ক থাকুন।” অনেকে এই বার্তাকে দিশার উদ্দেশ্যে দেওয়া হিসেবে দেখছেন। তবে তলবিন্দর বা দিশা এ বিষয়ে এখনও কোনো মন্তব্য করেননি।
দিশার ব্যক্তিগত জীবন আগেও আলোচিত। একসময়ে তিনি টাইগার শ্রফের সঙ্গে দীর্ঘ সময় সম্পর্ক রাখেন, এরপর বিভিন্ন নাম জড়িয়েছে। নূপুর স্যাননের বিয়ের অনুষ্ঠান থেকে তলবিন্দরের সঙ্গে তাঁর সংযোগ নতুন করে নজরে আসে। দিশার চেয়ে পাঁচ বছরের ছোট তলবিন্দর নিজের ব্যক্তিগত জীবনকে সবসময় গোপন রেখেছেন। তিনি প্রায়ই মুখোশ পরিধান করে থাকেন। তবু নেটাগরিকদের ধারণা, নূপুরের বিয়েতে ছায়া ভিডিওতে হুডি পরা ব্যক্তি তলবিন্দরই।
এই মন্তব্য এবং ঘটনা নতুনভাবে গুঞ্জন তৈরি করেছে। যদিও কেউ সরাসরি মন্তব্য করেননি, তবু নেটিজেনরা অনুমান করছেন, সনীর বার্তা এবং দিশা-তলবিন্দরের এই সংযোগ নিয়ে পরিস্থিতি কিছুটা উত্তেজনাপূর্ণ হয়ে উঠেছে।
পিআর/টিএ