বাংলার প্রযোজক ও অভিনেতা দেব এবং পরিচালক অনিরুদ্ধ রায় চৌধুরী-এর প্রিয় জুটি দীর্ঘ ১২ বছর পর আবার বড়পর্দায় একসঙ্গে কাজের সম্ভাবনা নিয়ে আলোচনায় এসেছে। ২০১৪ সালে মুক্তিপ্রাপ্ত ‘বুনো হাঁস’ ছবির পর থেকে তাঁরা আর একসঙ্গে কাজ করেননি।
দেব ও অনিরুদ্ধের সম্পর্ক নাকি খুবই ভালো। মাঝেমাঝে একসঙ্গে আড্ডা দেন, আনন্দময় মুহূর্ত কাটান। সম্প্রতি পরিচালক জানান, বর্তমানে তিনি দুইটি বাংলা ছবির চিত্রনাট্য লিখছেন। তার মধ্যে একটি যদি ভালো হয়, তবে দেবের সঙ্গে কাজ করার ইচ্ছে আছে। অনিরুদ্ধ বলেন, “দেবের সঙ্গে কাজ খুবই ভালো অভিজ্ঞতা। আশা করছি, ভালো চিত্রনাট্য হলে দেবও সুযোগ নেবে। তবে এখন থেকেই নিশ্চিত করে বলা মুশকিল।”
অতীতের সফল অভিজ্ঞতা এবং পারস্পরিক বন্ধুত্বকে সামনে রেখে, দর্শকরা নতুন বছরে ‘বুনো হাঁস ২’-এর সম্ভাবনা নিয়ে উচ্ছ্বসিত। যদিও এখনো নিশ্চিত ঘোষণা নেই, তবুও আভাস মিলেছে যে পরিচালক ও নায়ক জুটি আবার বড়পর্দায় ফিরতে পারেন।
পিআর/টিএ