দীর্ঘদিন ধরেই বড়পর্দা থেকে দূরে ছিলেন নব্বইয়ের দশকের পরিচিত মুখ দীপক তিজোরি। দু’বছর আগে শোনা গিয়েছিল আবার অভিনয়ে ফিরতে চলেছেন তিনি, কিন্তু সেই আলোচনার মাঝেই হঠাৎ করে পুলিশের দ্বারস্থ হলেন অভিনেতা। অভিযোগ, লক্ষ লক্ষ টাকা প্রতারণার ফাঁদে পড়েছেন তিনি এবং দুই মহিলার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করেছেন।
পুলিশ সূত্রে জানা গেছে, ওই দুই মহিলা নিজেদের একটি বিনোদন সংস্থার প্রতিনিধি বলে পরিচয় দিয়েছিলেন। তাঁরা দীপকের আসন্ন ছবিতে বিনিয়োগের আশ্বাস দেন এবং সেই নাম করে আড়াই লক্ষ টাকা নেন। কথা ছিল, এক সপ্তাহের মধ্যে তাঁরা অভিনেতাকে একটি আগ্রহপত্র প্রদান করবেন। কিন্তু টাকা নেওয়ার পর থেকে আর কোনও যোগাযোগ করেননি তাঁরা, এমনকি ফোনেও পাওয়া যায়নি। এই ঘটনা ঘটে ২০২৫ সালের ফেব্রুয়ারি মাসে, যখন দীপক তাঁর নতুন ছবির জন্য প্রায় পঁচিশ কোটি টাকা বিনিয়োগ সংগ্রহের চেষ্টা করছিলেন।
দীপক তিজোরির দাবি, তিনি সরল বিশ্বাসে ওই মহিলাদের ওপর ভরসা করেছিলেন, কিন্তু শেষ পর্যন্ত বুঝতে পারেন যে তিনি প্রতারিত হয়েছেন। এরপরই আইনি পথে যাওয়ার সিদ্ধান্ত নেন এবং পুলিশের কাছে লিখিত অভিযোগ দায়ের করেন। তদন্ত শুরু হয়েছে বলে জানা গেছে, তবে অভিযুক্তদের এখনও গ্রেপ্তার করা হয়নি।
নব্বইয়ের দশকে একাধিক জনপ্রিয় ছবিতে অভিনয় করে দর্শকের মনে জায়গা করে নিয়েছিলেন দীপক তিজোরি। তাঁর উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে আশিকী, জো জীতা ওহী সিকন্দর এবং কভী হাঁ কভী না। পরবর্তীতে অভিনয় থেকে সরে গিয়ে পরিচালনায় মন দেন তিনি। সর্বশেষ তাঁকে পর্দায় দেখা গিয়েছিল সাহেব বিবি অউর গ্যাংস্টার ছবিতে। আগামী একটি ছবিতে ঋতুপর্ণা সেনগুপ্তের সঙ্গে দেখা যাবে তাঁকে।
এই ঘটনার পর আবারও আলোচনায় উঠে এল বলিউডে প্রতারণার ঘটনা। বিনিয়োগের নামে এমন জালিয়াতি নতুন নয়, তবে একজন প্রতিষ্ঠিত অভিনেতার সঙ্গে এমন ঘটনা ঘটে যাওয়ায় বিষয়টি নিয়ে নড়েচড়ে বসেছে সংশ্লিষ্ট মহল।
পিআর/টিএ