বলিউডের পর্দায় যখন পুরুষালি আধিপত্যের অ্যাকশনধর্মী ছবির রমরমা, তখন হলিউডের মাটিতে সম্পূর্ণ ভিন্ন এক শক্তিশালী নারী অবতারে ঝড় তুললেন প্রিয়াঙ্কা চোপড়া। বহুল প্রতীক্ষিত সিনেমা ‘দ্য ব্লাফ’-এর ট্রেলার প্রকাশ্যে আসতেই আলোচনার কেন্দ্রে উঠে এলেন জলদস্যুরূপী অভিনেত্রী। অ্যাকশন, আবেগ এবং রোমাঞ্চের মিশেলে এই ট্রেলার যেন নতুন করে তাঁর তারকাখ্যাতিকে আরও উজ্জ্বল করল।
এর আগেই সিনেমার প্রথম ঝলকে প্রিয়াঙ্কার ভয়ংকর রূপ দেখে কৌতূহল তৈরি হয়েছিল দর্শকদের মনে। এবার ট্রেলারে সেই উত্তেজনা আরও কয়েক গুণ বাড়ল। দুর্ধর্ষ জলদস্যু ‘ব্লাডি মেরি’র চরিত্রে তাঁকে দেখা গেল অস্ত্র হাতে লড়াইয়ে নামতে, কখনও তরবারির ঝনঝনানি, কখনও বা সমুদ্রতটে পড়ে থাকা শাঁখ দিয়ে শত্রুকে ঘায়েল করতে। তাঁর চোখে আগুন, মুখে দৃঢ়তা আর শরীরী ভাষায় অদম্য শক্তি দেখে অনেকেই হলিউডের শক্তিশালী নারী চরিত্রগুলোর সঙ্গে তুলনা টানছেন।
বলিউডে একসময় কোণঠাসা হয়ে পড়ার পর প্রিয়াঙ্কা চোপড়া এখন পশ্চিমী বিনোদন দুনিয়ায় নিজের জায়গা পোক্ত করে নিয়েছেন। ধারাবাহিক দিয়ে যাত্রা শুরু করলেও বড় পর্দায় তাঁর উপস্থিতি ক্রমশ আরও প্রভাবশালী হয়েছে। এমন সময়ে ‘দ্য ব্লাফ’ ট্রেলার যেন তাঁর নতুন অধ্যায়ের ঘোষণা দিল। পুরুষপ্রধান অ্যাকশন ঘরানার বিপরীতে শক্তিশালী নারী চরিত্রের এই উপস্থাপনাকে অনেকেই সাহসী ও সময়োপযোগী বলছেন।
সিনেমার গল্পের পটভূমি উনিশ শতকের শেষভাগ। প্রিয়াঙ্কার চরিত্র এরসেল বডেন একসময় কুখ্যাত জলদস্যু ছিলেন, যাকে সবাই ‘ব্লাডি মেরি’ নামে চিনত। তবে রক্তাক্ত অতীত ছেড়ে তিনি ক্যারিবিয়ান দ্বীপে নতুন জীবন শুরু করেন এবং মাতৃত্বের পথে হাঁটেন। কিন্তু পুরোনো দলের সদস্যরা যখন তাঁকে খুঁজে বের করে, তখন আবারও সেই সহিংস জগতে ফিরতে বাধ্য হন তিনি। সন্তানের সুরক্ষার জন্য একজন মা কতটা কঠোর হতে পারেন, ট্রেলারে তারই আভাস মিলেছে।
আগামী ২৫ ফেব্রুয়ারি একটি জনপ্রিয় চলচিত্র মাধ্যমে সিনেমাটি মুক্তি পেতে যাচ্ছে। তার আগেই ট্রেলার দেখে প্রশংসা আসতে শুরু করেছে বিভিন্ন মহল থেকে। কেউ কেউ বলছেন, বলিউড তাঁকে পুরোপুরি ব্যবহার করতে পারেনি, অথচ হলিউডে তিনি নিজের সামর্থ্য প্রমাণ করে চলেছেন।
এই ট্রেলার শুধু একটি অ্যাকশনধর্মী সিনেমার প্রচার নয়, বরং প্রিয়াঙ্কা চোপড়ার নতুন শক্তিশালী পরিচয়েরও প্রতিফলন। দর্শক এখন অপেক্ষায়, পর্দায় ‘ব্লাডি মেরি’র পূর্ণ রূপ দেখার জন্য।
পিআর/টিএ