মাস্কের এক্সএআই-এর বিরুদ্ধে মামলা করলেন তার সন্তানের মা

ইলন মাস্কের কৃত্রিম বুদ্ধিমত্তা প্রতিষ্ঠান এক্সএআইয়ের বিরুদ্ধে মামলা করেছেন মাস্কের এক সন্তানের মা অ্যাশলি সেন্ট ক্লেয়ার। তার অভিযোগ, এক্সএআইয়ের এআই টুল গ্রোগ তার সম্মতি ছাড়াই তাকে নিয়ে অশ্লীল, অপমানজনক এবং যৌন হয়রানিমূলক ডিপফেক ছবি তৈরি ও ছড়িয়ে দিয়েছে। মাস্কের আরো তিন নারীর সঙ্গে ১৩টি সন্তান রয়েছে।

নিউইয়র্ক অঙ্গরাজ্যের সুপ্রিম কোর্টে দায়ের করা মামলায় সেন্ট ক্লেয়ার জানান, এসব ডিপফেক ছবির মধ্যে এমন ছবিও রয়েছে, যেখানে তাকে অপ্রাপ্তবয়স্ক হিসেবে দেখানো হয়েছে।

তিনি বলেন, গ্রোগ এসব ছবি তৈরি বন্ধ করবে বলে প্রতিশ্রুতি দিলেও বাস্তবে তা কার্যকর করা হয়নি। মামলায় ক্ষতিপূরণ ও দণ্ডমূলক ক্ষতিপূরণ দাবি করে সেন্ট ক্লেয়ার বলেন, গ্রোগের মাধ্যমে তার নামে ডজনেরও বেশি যৌন হয়রানিমূলক ছবি তৈরি ও সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে ছড়িয়ে দেওয়া হয়েছে।

নারী ও শিশুদের যৌনভাবে উপস্থাপন করার অভিযোগে টানা দুই সপ্তাহ ধরে সমালোচনার মুখে পড়ে বুধবার এক্সএআই জানায়, যেসব দেশে এটি অবৈধ, সেখানে গ্রোগ ও এক্স প্ল্যাটফর্মে বাস্তব মানুষের বিকিনি, অন্তর্বাস বা অনুরূপ পোশাকে ছবি তৈরির সুবিধা জিওব্লক করা হবে।

২৭ বছর বয়সী অ্যাশলি সেন্ট ক্লেয়ার ইলন মাস্কের সঙ্গে এখন সম্পর্কে নেই।

তিনি একজন ডানপন্থী সামাজিক যোগাযোগমাধ্যম ইনফ্লুয়েন্সার, লেখক ও রাজনৈতিক ভাষ্যকার। ২০২৪ সালে তাদের একটি পুত্রসন্তান জন্ম নেয়।

সেন্ট ক্লেয়ারের পক্ষে মামলা পরিচালনা করছেন ভুক্তভোগীদের অধিকারবিষয়ক আইনজীবী ক্যারি গোল্ডবার্গ। তিনি বলেন, ‘এক্সএআই কোনোভাবেই একটি নিরাপদ পণ্য নয় এবং এটি জনস্বার্থের জন্য ক্ষতিকর।

গ্রোগ সম্মতিহীন, নির্যাতনমূলক ও অবমাননাকর ছবি তৈরি করে এক্সে প্রকাশের মাধ্যমে অ্যাশলি সেন্ট ক্লেয়ারকে হয়রানি করেছে।’

তিনি আরো বলেন, ‘এই ক্ষতি ইচ্ছাকৃত নকশাগত সিদ্ধান্তের ফল, যার কারণে গ্রোগকে সহজেই অপমান ও হয়রানির অস্ত্র হিসেবে ব্যবহার করা সম্ভব হয়েছে।’

মামলায় আরো বলা হয়, এক্স কর্তৃপক্ষ সেন্ট ক্লেয়ারের বিরুদ্ধে প্রতিশোধমূলক আচরণ করেছে। তার এক্স অ্যাকাউন্টের আয়ের সুযোগ বন্ধ করা হয়েছে এবং তাকে নিয়ে আরো বেশি ডিপফেক ছবি তৈরি করা হয়েছে। এসব ছবির মধ্যে রয়েছে যৌন ভঙ্গিতে উপস্থাপন, আংশিক নগ্নতা এবং শিশুদের অবৈধ ছবি।
 
নথিতে উল্লেখ করা হয়, গ্রোগের তৈরি একটি ছবিতে সেন্ট ক্লেয়ারকে ১৪ বছর বয়সী কিশোরী হিসেবে স্ট্রিং বিকিনি পরা অবস্থায় দেখানো হয়েছে। প্রাপ্তবয়স্ক অবস্থায় তাকে নিয়ে ‘ফ্লস’ দিয়ে বানানো বিকিনি পরানো-এমন অনুরোধেও গ্রোগ সাড়া দিয়েছে বলে অভিযোগ করা হয়।

মামলার বক্তব্য অনুযায়ী, এসব ছবি সম্পূর্ণভাবে সম্মতিহীন। সেন্ট ক্লেয়ার একাধিকবার ছবি অপসারণের অনুরোধ জানানোয় গ্রোগ ও এক্সএআইয়ের কাছে তার অসম্মতির বিষয়টি স্পষ্ট ছিল। অভিযোগে বলা হয়, গ্রোগ তার শরীরে কৃত্রিমভাবে ট্যাটু যোগ করেছে, যার একটি ছিল ‘ইলন’স হোর’ লেখা।

ইহুদি ধর্মাবলম্বী সেন্ট ক্লেয়ার আরো অভিযোগ করেন, এক ছবিতে তাকে স্বস্তিকা চিহ্নযুক্ত বিকিনি পরানো হয়েছে। মামলায় বলা হয়, অপ্রাপ্তবয়স্ক ও প্রাপ্তবয়স্ক-দুই অবস্থাতেই তাকে দেখিয়ে সম্মতিহীন ও বাস্তবসম্মত যৌন ডিপফেক তৈরি ও ছড়িয়ে এক্স আর্থিকভাবে লাভবান হয়েছে। এসব ছবির জন্য এক্সএআই সরাসরি দায়ী বলেও নথিতে উল্লেখ করা হয়।

এদিকে ইলন মাস্ক এক্সে দাবি করেছেন, গ্রোগ ব্যবহার করে তৈরি ছবির দায় ব্যবহারকারীদের। তিনি লেখেন, ‘গ্রোগ ব্যবহার করে কেউ অবৈধ কনটেন্ট তৈরি করলে, সেটি আপলোড করার মতোই তার পরিণতি ভোগ করতে হবে।’ তার বক্তব্য, গ্রোগ নিজে থেকে কিছু তৈরি করে না, সবই ব্যবহারকারীর অনুরোধে।

এক্স বৃহস্পতিবার এক বিবৃতিতে জানায়, ‘শিশু যৌন শোষণ, সম্মতিহীন নগ্নতা ও অনাকাঙ্ক্ষিত যৌন কনটেন্টের বিরুদ্ধে আমাদের শূন্য সহনশীলতা নীতি রয়েছে।’ একই সঙ্গে কম্পানিটি পাল্টা মামলা করেছে। তাদের দাবি, চুক্তির শর্ত অনুযায়ী সেন্ট ক্লেয়ার নিউইয়র্কে নয়, টেক্সাসে মামলা করতে বাধ্য।

এর আগে ব্রিটিশ দৈনিক গার্ডিয়ানকে দেওয়া সাক্ষাৎকারে সেন্ট ক্লেয়ার বলেন, তিনি নিজেকে ‘ভীত ও গভীরভাবে চিন্তিত বলে’ মনে করছেন। তার ভাষায়, ‘এটি হয়রানির আরেকটি হাতিয়ার। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো সম্মতি।’

তিনি আরো বলেন, মাস্ক শিশুদের নিয়ে ‘একটি লেজিয়ন’ গড়তে চান-এমন মন্তব্য প্রকাশ্যে করার পর থেকেই মাস্কের কিছু সমর্থক তার প্রতি বিদ্বেষ পোষণ করছে। উল্লেখ্য, মাস্কের আরো তিন নারীর সঙ্গে মোট ১৩টি সন্তান রয়েছে। এ বিষয়ে মন্তব্য জানতে এক্স কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হয়েছে।

সূত্র: দ্য গার্ডিয়ান

এমআই/এসএন

Share this news on:

সর্বশেষ

img
রাজধানীর জিগাতলায় আবাসিক ভবনের আগুন নিয়ন্ত্রণে Jan 16, 2026
img

সংবাদ সম্মেলনে গাজী আতাউর রহমান

জোটে না গিয়ে এককভাবে নির্বাচনে যাওয়ার ঘোষণা ইসলামী আন্দোলনের Jan 16, 2026
কোপা দেল রে: তোরেস-ইয়ামালের গোলে কোয়ার্টার ফাইনালে বার্সা Jan 16, 2026
বোর্ড আর ক্রিকেটারদের সমঝোতায় নতুন সূচিতে মাঠে ফিরছে বিপিএল Jan 16, 2026
শুধু কুরআন মানলেই কেন হবে না? | ইসলামিক প্রশ্নোত্তর Jan 16, 2026
২৫৩ আসনে প্রার্থী ঘোষণা করল ১১ দলীয় জোট Jan 16, 2026
ভালো স্বামী স্ত্রী পাওয়ার উপায় | ইসলামিক প্রশ্নোত্তর Jan 16, 2026
img
নির্বাচন লেভেল প্লেয়িং ফিল্ড তৈরিতে প্রশাসন ব্যর্থ: রেজাউল করিম Jan 16, 2026
img

বিপিএল ইস্যুতে বিসিবি পরিচালক

যখন বিয়ে করেছিলাম, তখন এমন চাপে ছিলাম: ইফতেখার রহমান মিঠু Jan 16, 2026
img
আ.লীগের মধ্যে অনুতপ্ত হওয়ার লক্ষণ নেই, বাংলাদেশে কেউ জায়গা দেবে না: প্রেস সচিব Jan 16, 2026
img
গঠন করা হলো নির্দলীয় টেকনোক্র্যাট সরকার Jan 16, 2026
img
নির্বাচনের জন্য প্রস্তুত বিএনপি: সোহেল Jan 16, 2026
img
‘হক’র আলোয় ফিরে দেখা ইতিহাস বদলে দেয়া ‘শাহ বানো’ মামলা Jan 16, 2026
img
নির্বাচন এলে আতঙ্ক ছড়িয়ে পড়ে, অভিযোগ হিন্দু মহাজোটের Jan 16, 2026
img
রান্নাঘরে বৈদ্যুতিক ত্রুটি বা গ্যাস লিকেজ থেকে আগুন, ধারণা পুলিশের Jan 16, 2026
img
গোটা জাতির কাছে আলোর দিশারী ছিলেন বেগম জিয়া: রিজভী Jan 16, 2026
img

যুক্তরাষ্ট্র ও কানাডা

যুক্তরাষ্ট্রের ভিসা স্থগিতের আওতায় যারা পড়বে না, জানাল স্টেট ডিপার্টমেন্ট Jan 16, 2026
img
ইরানে দূতাবাস বন্ধ করল নিউজিল্যান্ড Jan 16, 2026
img
উত্তরায় আগুনের ঘটনায় জামায়াতে আমিরের স্ট্যাটাস Jan 16, 2026
img
প্রকাশিত হলো রানার নতুন গান ‘ঘুরে দাঁড়ানোর স্বপ্ন’ Jan 16, 2026