এক সময় অনন্যা পাণ্ডের সঙ্গে কার্তিক আরিয়ানের প্রেমের গুঞ্জন নিয়ে তোলপাড় হয়েছিল সিনেদুনিয়া। সেই আলোচিত জুটিকেই আবার বড় পর্দায় ফিরিয়ে বক্স অফিসে ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখেছিলেন প্রযোজক করণ জোহর। কিন্তু বাস্তব চিত্র হলো একেবারেই উল্টো। পর্দায় অনন্যা-কার্তিকের রোম্যান্স জমেনি দর্শকের মনে, আর তার মাশুল গুনতে হয়েছে খোদ কার্তিককেই।
সম্প্রতি মুক্তি পেয়েছে কার্তিক আরিয়ান ও অনন্যা পাণ্ডে অভিনীত সিনেমা ‘তু মেরি ম্যায় তেরা ম্যায় তেরা তু মেরি’। করণ জোহরের ধর্মা প্রোডাকশন প্রযোজিত এই ছবিতে নবীন প্রজন্মের দুই জনপ্রিয় মুখ থাকা সত্ত্বেও বক্স অফিসে চরম ব্যর্থতা দেখা দিয়েছে।
৯২ কোটি রুপি বাজেটে নির্মিত ছবিটি মুক্তির পর আয় করতে পেরেছে মাত্র ৩২ কোটি রুপি, যা প্রযোজনা সংস্থার জন্য বড়সড় ধাক্কা।
বলিপাড়ার অন্দরমহলের খবর অনুযায়ী, বর্তমানে করণ জোহরের প্রযোজনা সংস্থা আর্থিক মন্দার মধ্য দিয়ে যাচ্ছে।
একের পর এক ছবিতে তারকাদের আকাশছোঁয়া পারিশ্রমিক এবং বক্স অফিসে প্রত্যাশিত সাফল্য না পাওয়ায় বড় লোকসানের মুখে পড়েছেন তিনি। এমন পরিস্থিতিতে অনন্যা-কার্তিকের জনপ্রিয়তাকে পুঁজি করে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেছিলেন করণ, কিন্তু সেই পরিকল্পনাও ব্যর্থ হয়।
এই ছবির ভরাডুবির জেরে নাকি আবারও করণ জোহর ও কার্তিক আরিয়ানের সম্পর্কের টানাপোড়েন শুরু হয়েছে। কানাঘুষো শোনা যাচ্ছে, মনোমালিন্যের কারণে করণ জোহরের এজেন্সি কার্তিকের সঙ্গে দূরত্ব বাড়িয়েছে।
এর ফলস্বরূপ, অভিনেতার সঙ্গে আলোচনায় থাকা একাধিক নতুন সিনেমাও অনিশ্চয়তার মুখে পড়েছে। যদিও ‘নাগজিলা’ ছবিটি এখনও বাতিল হয়নি, তবে ভবিষ্যৎ নিয়ে সংশয় থেকেই যাচ্ছে।
সবচেয়ে চমকপ্রদ তথ্য হলো- এই সিনেমার লোকসানের দায় নিজের কাঁধে নিয়ে কার্তিক আরিয়ান নাকি তাঁর ১৫ কোটি রুপি পারিশ্রমিক ফেরত দিয়েছেন। ইন্ডাস্ট্রির অন্দরমহলে এমনটাই আলোচনা চলছে। বলা হচ্ছে, ছবির আর্থিক বিপর্যয়ের প্রেক্ষিতেই প্রযোজকের ক্ষতি কিছুটা হলেও পুষিয়ে দিতে এই সিদ্ধান্ত নিয়েছেন অভিনেতা।
সব মিলিয়ে, একসময় করণ জোহরের ‘ফেভারিট’ তালিকায় থাকা কার্তিক আরিয়ানের সঙ্গে সম্পর্ক আবারও প্রশ্নের মুখে। বক্স অফিসের এই ব্যর্থতা ভবিষ্যতে তাঁদের পেশাগত সমীকরণে কী প্রভাব ফেলবে- সেদিকেই এখন নজর বলিউডের।
এমআই/এসএন