৭১টি দেশের নাগরিকদের জন্য ভিসা আবেদন কার্যক্রম বন্ধের ঘোষণা দিয়েছে আসন্ন ফিফা বিশ্বকাপের সহ-আয়োজক দেশ যুক্তরাষ্ট্র। এই তালিকায় নাম রয়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের নামও। এমন খবরে অনেকটা দুচিন্তায় পড়েছেন দেশটির ফুটবল সমর্থকরা। ভিসা জটিলতার কারণে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত ম্যাচগুলোতে মাঠে প্রবেশের সুযোগ নাও পেতে পারেন ব্রাজিলিয়ান সমর্থকরা।
ফক্স নিউজের বরাত দিয়ে ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস এক প্রতিবেদনে বলেছে, স্টেট ডিপার্টমেন্ট অভিবাসন ভিসা প্রক্রিয়া পুনর্মূল্যায়ন না করা পর্যন্ত এই নিষেধাজ্ঞা বহাল থাকবে। যুক্তরাষ্ট্র সরকারের ভাষ্য অনুযায়ী, যেসব আবেদনকারী ভবিষ্যতে সরকারি সহায়তার ওপর নির্ভরশীল হয়ে পড়তে পারেন, তাদের ঠেকাতেই নেওয়া হয়েছে এই সিদ্ধান্ত।
নিষেধাজ্ঞার তালিকায় আছে, বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান, সোমালিয়া, ইরান, ইরাক, নাইজেরিয়া, রাশিয়া ও ইয়েমেনসহ মোট ৭৫টি দেশ। এর মধ্যে ২০২৬ বিশ্বকাপে অংশগ্রহণকারী দেশও আছে। এগুলো হলো ইরান মিসর আলজেরিয়া, আইভরি কোস্ট, উজবেকিস্তান, উরুগুয়ে এবং সবচেযে বড় চমক হিসেবে ব্রাজিল।
বিশ্বকাপ মানেই গ্যালারিতে রঙিন সমর্থক, ঢোল-নৃত্য আর আবেগের বিস্ফোরণ। পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের সাম্বা সমর্থকরা যদি মাঠে আসতেই না পারেন, তাহলে সেই বিশ্বকাপ কেমন হবে, সে প্রশ্ন উঠছেই। গ্রুপ পর্বে নিউ জার্সি, ফিলাডেলফিয়া ও মায়ামিতে ব্রাজিলের ম্যাচ সূচিও রয়েছে।
স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র টমি পিগট বলেন, “যুক্তরাষ্ট্রে এমন অভিবাসীদের প্রবেশ ঠেকাতে আমাদের দীর্ঘদিনের আইনগত ক্ষমতা ব্যবহার করা হবে, যারা সরকারি সহায়তা ভোগের উদ্দেশ্যে আসেন।’’ তার ভাষায়, পুনর্মূল্যায়ন শেষ না হওয়া পর্যন্ত এসব দেশের আবেদন স্থগিত থাকবে এবং ব্যতিক্রমের সুযোগ হবে।
এই সিদ্ধান্তে প্রভাব পড়বে আরও কয়েকটি বিশ্বকাপ দল ও সম্ভাব্য অংশগ্রহণকারীর ওপর। কেপ ভার্দে, কলম্বিয়া, ঘানা, হাইতি, জর্ডান, মরক্কো, সেনেগাল ও তিউনিসিয়ার সমর্থকরাও পড়ছেন অনিশ্চয়তায়। পাশাপাশি বাছাই পর্বে থাকা জামাইকা, কঙ্গো ডেমোক্রেটিক রিপাবলিক, আলবেনিয়া, বসনিয়া ও হার্জেগোভিনা, কসোভো এবং নর্থ ম্যাসেডোনিয়াও রয়েছে নিষিদ্ধ তালিকায়।
ফুটবলের সবচেয়ে বড় আসরের প্রাণই হলো সমর্থকেরা। কিন্তু দর্শকই যদি না থাকে, তাহলে ‘বিশ্বকাপ’ কি সত্যিই বিশ্বকাপ থাকবে? এমন প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে ফুটবলবিশ্বে। যুক্তরাষ্ট্রের সঙ্গে সহ-আয়োজক কানাডা ও মেক্সিকোর নীতিগত দূরত্বও উদ্বেগ বাড়াচ্ছে।
সব মিলিয়ে, কাগজে-কলমে বিশ্বকাপ যতই জমজমাট হোক, ভিসা জট আর কড়াকড়িতে এবারের আসর হয়ে উঠতে পারে মাঠের বাইরের বিতর্কে ঘেরা এক বিশ্বকাপ, যেখানে অনেকেই হয়তো উপস্থিত থাকার আগে দুবার ভাববেন।
এসকে/টিকে