এক মন্তব্যে বরেণ্য নৃত্যশিল্পী ও অভিনেত্রী মমতা শঙ্কর বর্তমান সময়ের চলচ্চিত্র পরিচালকদের আচরণ নিয়ে নিজের পর্যবেক্ষণ তুলে ধরেছেন।
তিনি বলেছেন, কোনো পরিচালকের মধ্যে অতিরিক্ত ঔদ্ধত্য দেখলে তা তাঁর মোটেও ভালো লাগে না। স্মৃতিচারণ করে মমতা শঙ্কর জানান, তিনি কখনো সত্যজিৎ রায়কে যাঁকে তিনি স্নেহভরে মানিক কাকা বলে সম্বোধন করতেন বা মৃণাল সেনকেও এমন আচরণ করতে দেখেননি। তাঁর মতে, আগের প্রজন্মের পরিচালকেরা একটি ছবির জন্য দীর্ঘ সময় ধরে কাজ করতেন এবং অনেক ক্ষেত্রে বছরে মাত্র একটি ছবি নির্মাণ করতেন।
কিন্তু বর্তমান সময়ে সেই ধৈর্য ও সময় আর দেখা যায় না, কারণ এখন মাত্র ১৫ থেকে ২০ দিনের মধ্যেই শুটিং শেষ করে ফেলা হচ্ছে। তিনি মনে করেন, সময়ের এই তাড়াহুড়ো ও কাজের ধরনে পরিবর্তন চলচ্চিত্র নির্মাণের ভাবনা ও নান্দনিকতার ওপর প্রভাব ফেলছে।
পিআর/টিএ