বলিউড ও হলিউডের উজ্জ্বল নক্ষত্র প্রিয়াঙ্কা চোপড়া সম্প্রতি একটি প্রেরণামূলক বার্তা দিয়েছেন। তার কথায়, “ভালো মেয়েরা ইতিহাস গড়ে না। সাহসী মেয়েরাই ইতিহাস সৃষ্টি করে। তাই যদি নিজের জীবনের গল্পে নায়িকা হতে চাও, তবে নিজের অন্তরের কথা শোনো, নিজের পথ নিজেই খুঁজে নাও। কারণ তোমার জীবন তোমার হয়ে কেউ গুছিয়ে দেবে না এটা তোমাকেই করতে হবে।”
প্রিয়াঙ্কার এই বার্তাটি বিশেষ করে তরুণী প্রজন্মের জন্য উদ্বুদ্ধিমূলক। নিজের স্বপ্ন ও লক্ষ্য পূরণের জন্য সাহসী হওয়া এবং নিজের পথ নিজেই তৈরি করার গুরুত্ব তিনি এখানে তুলে ধরেছেন।
তিনি আরও জানান, জীবনের প্রতিটি মুহূর্তে দায়িত্ব নেওয়া এবং নিজের সিদ্ধান্তের প্রতি দৃঢ় থাকা ইতিহাস গড়ার পথে অন্যতম গুরুত্বপূর্ণ উপাদান।
এমকে/টিএ