এই মুহূর্তে বড় পর্দা ও ছোট পর্দা উভয় ক্ষেত্রেই নিজের দক্ষতা ও জনপ্রিয়তা প্রমাণ করছেন অভিনেতা জীতু কমল। অগ্নিদেব চট্টোপাধ্যায় পরিচালিত ছবি চোর-এ খুব শীঘ্রই তাঁকে দেখা যাবে। পাশাপাশি জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক চিরদিনই তুমি যে আমার-এর অন্যতম মূল আকর্ষণও তিনি। দর্শকরা তাঁকে স্টার হিসেবে চেনে এবং ছোট পর্দাতেও তাঁর জনপ্রিয়তা সমানভাবে শক্তিশালী।
পেশাগত সাফল্যের পাশাপাশি জীতুর ব্যক্তিগত জীবনও কিছুটা সময় আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল। ২০১৯ সালের ৬ মে অভিনেত্রী নবনীতা দাস-এর সঙ্গে সাত পাকে বাঁধা পড়েছিলেন তিনি। তবে সময়ের সঙ্গে সম্পর্ক ভেঙে গেলেও সম্মান ও বন্ধুত্বের বন্ধন অটুট রয়েছে। জীতু নবনীতাকে এখনও শুধুমাত্র ‘প্রাক্তন’ বলতে নারাজ।
এক সাক্ষাৎকারে জীতু বলেন, “একসঙ্গে থাকা হয়নি বলে কাউকে শত্রু ভাবার কোনও মানে হয় না। নবনীতা আমার জীবনের খারাপ সময়ে পাশে দাঁড়িয়েছে, এমনকি যখন আমাদের সম্পর্ক ছিল না, তখনও।” তিনি আরও যোগ করেন, “ধরুন আপনি একটি অফিস ছেড়ে অন্য অফিসে কাজ করতে গেলেন, তাই বলে কি আগের সহকর্মীরা শত্রু হয়ে যায়? তাহলে সম্পর্কের ক্ষেত্রেও বা এমন হবে কেন?”
জীতু ব্যাখ্যা দেন, “আমরা একসঙ্গে না থাকার সিদ্ধান্ত যৌথভাবে নিয়েছিলাম। বিয়ে মানেই আটকে থাকা আমি সম্পর্ককে এভাবে দেখি না। নবনীতাও দেখে না। ডিভোর্সের পরও তিনি বারবার বন্ধুর মতো আমার পাশে এসেছে, তার জন্য আমি কৃতজ্ঞ।”
পেশাদার জীবনে গত বছর শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের বিপরীতে ‘গৃহপ্রবেশ’ ছবিতে অভিনয় করে প্রশংসা কুড়িয়েছেন জীতু। আগামী দিনে তিনি শ্রাবন্তী চট্টোপাধ্যায়-এর সঙ্গেও বড় পর্দায় উপস্থিত হবেন। সব মিলিয়ে এই মুহূর্তে কেরিয়ার ও দর্শকমহলে দু’দিকেই দারুণ ছন্দে রয়েছেন জীতু কমল।
পিআর/টিএ