টলিউডে দেব-স্বরূপ দ্বন্দ্ব নিয়ে চলছে চর্চা, কিন্তু সম্প্রতি স্ক্রিনিং কমিটির বৈঠক সেই দূরত্ব কাটানোর ইঙ্গিত দিল। শুক্রবার ইম্পার অফিসে অনুষ্ঠিত বৈঠকে উপস্থিত ছিলেন দেব, স্বরূপ বিশ্বাস, স্ক্রিনিং কমিটির সভাপতি পিয়া সেনগুপ্ত, প্রযোজক নিসপাল সিংহ রানে, রানা সরকার এবং প্রেক্ষাগৃহের মালিক ও পরিবেশকরা। বৈঠক শেষে দেব সাংবাদিকদের বলেন, “কোনও দূরত্বই তৈরি হয়নি। বাংলা ছবির উন্নতির জন্য আমরা কী করতে পারি, সেই সব আলোচনায় ছিল।”
গত বছরের বড়দিনে ‘প্রজাপতি ২’, ‘মিতিন মাসি’ এবং ‘লহ গৌরাঙ্গের নাম রে’ ছবির মুক্তি ঘিরে নানা অভিযোগ উঠে। বলা হয়েছিল, দেব বাড়তি শো চেয়েছিলেন এবং ছবির মুক্তিতে প্রযোজক-অভিনেতা-সাংসদ পর্যায়ের হস্তক্ষেপের চেষ্টা করেছিলেন। এমন পরিস্থিতিতে স্ক্রিনিং কমিটির সঙ্গে দেবের দূরত্ব তৈরি হয়েছিল।
এবার বৈঠকে সকলের উপস্থিতিতে ইতিবাচক আলোচনা হয়। স্বরূপ বিশ্বাস ও রানা সরকার উভয়েই সাংবাদিকদের জানান, কমিটির কাজ এবং আকার অপরিবর্তিত থাকবে। ১৯ জানুয়ারি বাংলা ছবির ক্যালেন্ডার প্রকাশ হওয়ার কথা থাকলেও এই বৈঠকে সেই বিষয়ে কোনও সিদ্ধান্ত হয়নি।
এছাড়া, পুজোয় দেব-জিৎ একসঙ্গে ছবি মুক্তি পাচ্ছে কি না, তা এখনও নির্ধারিত হয়নি। বৈঠক শেষে উভয়েই জানান, স্টেকহোল্ডারদের দাবি-দাওয়া ও বক্তব্য শোনা হয়েছে এবং বাংলা ছবির ভবিষ্যৎ ও উন্নতির বিষয়েই মূল আলোচনার গুরুত্ব ছিল।
পিআর/টিএ