দিশা পাটানী ও তলবিন্দর সিং সিদ্ধুর সম্পর্ক নিয়ে তুমুল আলোচনার মাঝে সনীর একটি মন্তব্য সামাজিক মাধ্যমে নতুন গুঞ্জন সৃষ্টি করেছিল। কিন্তু সম্প্রতি পেশায় মডেল সনী কৌর স্পষ্ট জানিয়েছেন, তিনি তলবিন্দরের সঙ্গে কোনো সম্পর্ক রাখেন না।
ঘটনা প্রসঙ্গে জানা যায়, কৃতি সেননের বোন নুপূর স্যাননের বিয়ের প্রীতিভোজে উপস্থিত ছিলেন দিশা-তলবিন্দর। সেই অনুষ্ঠানে তলবিন্দরের সঙ্গে সনীর সংক্ষিপ্ত কথোপকথন ভাইরাল হওয়ার পর তিনি সামাজিক মাধ্যমে একটি মন্তব্য করেন, যা নিয়ে গুঞ্জন ছড়িয়ে পড়ে।
এরপর সনি স্পষ্টভাবে বলেন, “তলবিন্দরের সঙ্গে আমার নাম জড়াবেন না। ওঁর সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। আমি ১৫ বছরেরও বেশি সময় ধরে মডেল দুনিয়ায় কাজ করছি এবং যথেষ্ট সুনামের সঙ্গে রয়েছি। আমি চাই না, আমার নাম কারও অতীত বা বর্তমান সম্পর্কের সঙ্গে যুক্ত হোক। মাত্র একদিনই কোনও অনুষ্ঠানে ওঁর সঙ্গে কিছু কথা হয়েছিল, তার বেশি কিছু নয়।”
সনীর এই বক্তব্যে স্পষ্ট হয়ে গেল, তাঁর মন্তব্য কোনো কটাক্ষ বা সম্পর্কের ইঙ্গিত নয়, বরং নিজের পেশাগত সুনাম রক্ষার জন্য করা।
পিআর/টিএ